বাংলাদেশ-সরকারের-বিভিন্ন-অঙ্গ-ও-প্রশাসন-ব্যবস্থা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 248
2471. স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের পক্ষে –
- আইনশৃঙ্খলা রক্ষা
- জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন
- রাজস্ব আদায়
A,C
2472. রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন?
- সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে
- স্পিকারের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে
- সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত ব্যক্তিকে
- কোনো দলের প্রধানকে
2473. একটি জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন?
- 13
- 21
- 18
- 2
2474. বাংলাদেশের সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
- স্পিকারের
- সংসদ সদস্যদের
- ডেপুটি স্পিকারের
- প্রধানমন্ত্রীর
2475. জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
- জনগণের
- মন্ত্রিদের
- সংসদ সদস্যদের
- সংসদের মহিলা সদস্যদের
2476. দেশের আইন প্রণয়নের ক্ষমতা কোন বিভাগের ওপর ন্যস্ত?
- শাসন বিভাগের ওপর
- বিচার বিভাগের ওপর
- জাতীয় সংসদের ওপর
- গ্রাম আদালতের ওপর
2477. জেলা পরিষদের ঐচ্ছিক কাজ কোনটি?
- উপজেলা ও পৌরসভাকে সহায়তা
- জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা
- বাঁধ নির্মাণ ও মেরামত
- আত্মকর্মসংস্থান সৃষ্টি
2478. অধ্যাদেশ জারির বিষয়ে বলা হয় –
- প্রধানমন্ত্রী যেকোনো সময় অধ্যাদেশ জারি করতে পারেন
- বিশেষ কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন
- প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ বাতিল করতে পারেন
2479. রাষ্ট্রীয় এবং সরকারি সকল আয়-ব্যয়ে সংসদের কী ভূমিকা রয়েছে?
- আয়-ব্যয়ে সংসদের সম্মতির প্রয়োজন হয়
- আয়-ব্যয়ে সংসদের কোনো ভূমিকা নেই
- আয়-ব্যয়ে সংসদ পরামর্শ প্রদান করে
- আয়-ব্যয়ে সংসদের কাছে হিসাব দিতে হয়
2480. ইউনিয়ন পরিষদের গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয় কত সালে?
- 1976
- 1985
- 1997
- 3
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-সরকারের-বিভিন্ন-অঙ্গ-ও-প্রশাসন-ব্যবস্থা - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 248"