বাংলাদেশের-নদ-নদী-ও-প্রাকৃতিক-সম্পদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 233
2321. ব্রহ্মপুত্রের নতুন ধারাটি দক্ষিণ গোয়ালন্দ পর্যন্ত কী নামে পরিচিত?
- গঙ্গা
- যমুনা
- ধলেশ্বরী
- কর্ণফুলী
2322. ক্রান্তীয় পাতাঝরা বনভূমিতে বছরের কোন সময় গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়?
- গ্রীষ্মকালে
- শীতকালে
- শরৎকালে
- বসন্তকালে
2323. বাংলাদেশের অর্থনীতিতে নদ-নদীর প্রভাব অপরিসীম হওয়ার কারণ –
- নদী পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যমসেচে
- শিল্পে
- বিদ্যুৎ উৎপাদনে পানির প্রয়োজন হয়কৃষি
- শিল্প ও ব্যবসা নদীর ওপর নির্ভারশীল”;}}
A,B,C
2324. কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে?
- ইউরোপ
- আমেরিকা
- এশিয়া
- আফ্রিকা
2325. পানির অভাবে সংকটাপন্ন হয়ে ওঠে –
- জীবনযাপন প্রণালি
- কৃষিজ উৎপাদন
- শিল্প উৎপাদন
A,B,C
2326. নদী প্রবাহ হারালে ক্ষতিগ্রস্ত হবে –
- মানুষ
- পশুপাখি
- গাছ-তরুলতা
A,B,C
2327. পশুর নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
- 207
- 142
- 218
- 2
2328. নদীর পানি কমে গেলে অস্তিত্ব বিপন্ন হতে পারে –
- মাছ ও পশুপাখির
- মানুষ ও জীবজন্তুর
- গাছপালা ও তরুলতার
A,B,C
2329. বাংলাদেশের বনাঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে?
- 2
- 3
- 4
- 5
2330. পদ্মা নদীর জন্মস্থান কোথায়?
- তিব্বতের মানস সরোবরে
- সিলেটের লুসাই পাহাড়ে
- মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে
- আসামে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-নদ-নদী-ও-প্রাকৃতিক-সম্পদ - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 233"