বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 228
2271. গ্রীষ্ম ঋতুতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়?
- ২০ ডিগ্রি সে.
- ২১ ডিগ্রি সে.
- ২২ ডিগ্রি সে.
- ২৩ ডিগ্রি সে.
2272. বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত এবং বর্ষাকাল দেরিতে আসার কারণ কী?
- আবহাওয়ার পরিবর্তন
- পরিবেশের পরিবর্তন
- বনভূমি ধ্বংস
- জলবায়ু পরিবর্তন
2273. লিনিয়ামোট আসাম থেকে ডাকার কোন স্থাপ পর্যন্ত বিস্তৃত?
- নারায়ণগঞ্জ
- টঙ্গী
- পাগলা
- ডেমরা
2274. মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন?
- কালো
- ছাই রঙেরসাদা রঙের
- নীলাভ রঙের
- লালচে ও ধূসর
2275. কত সালে বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করা হযেছে?
- 1980
- 1985
- 1989
- 3
2276. পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
2277. আকস্মিক পদ্ধতিতে ভূপরিবর্তনকারী শক্তির মধ্যে প্রধান –
- ভূমিধস
- আগ্নেয়গিরি
- ভূমিকম্প
B,C
2278. গড় হিসাবে বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি?
- মার্চ
- মে
- এপ্রিল
- জুন
2279. ২০০১ সারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত?
- 1.48
- 1.49
- 1.46
- 1.1
2280. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়?
- ইস্পাত
- কংক্রিট ঢালাই
- ফেরো সিমেন্ট
- কাঠের ব্রেসিং
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 228"