বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 226
বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু | 2251. সাম্প্রতিককারের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত –
- স্রোতজ সমভূমি
- চত্বরভূমি
- উপকূলীয় সমভূমি
A,C
2252. জানুয়ারি মাসে নেপালের কাঠমুন্ডুতে তাপমাত্রা কত থাকে?
- ৯ ডিগ্রি সে.
- ১০ ডিগ্রি সে.
- ১১ ডিগ্রি সে.
- ১২ ডিগ্রি সে.
2253. কোন মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?
- উত্তর-পূর্ব
- দক্ষিণ-পূর্ব
- উত্তর-পশ্চিম
- দক্ষিণ-পশ্চিম
2254. গ্রীষ্মকালে মায়ানমারের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়?
- ইয়াঙ্গুনে
- মান্দালয়ে
- ভামোতে
- টেনাসেরিমে
2255. ভূমিকম্পের অন্যতম কারণ কী?
- পৃথিবীর অভ্যন্তরের শূন্যস্থান পূরণ
- ভিত্তিশিলা ক্ষয় এবং ক্ষয়ের স্থানচ্যুতি
- ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ-আলোড়ন
- পৃথিবীর অভ্যন্তরের তরল পদার্থের স্থানান্তর
2256. আসাদ কলকাতা যেতে চাইল। বাংলাদেশের কোন সীমান্ত এলাকা এর জন্য সুবিধাজনক?
- পশ্চিম দিক দিয়ে
- দক্ষিণ দিক দিয়ে
- পূর্ব দিক দিয়ে
- উত্তর দিক দিযে
2257. মায়ানমারে বর্ষাকালের ব্যাপ্তি কোন কোন মাসে?
- মে-সেপ্টেম্বর
- মে-অক্টোবর
- জুন-সেপ্টেম্বর
- জুন-অক্টোবর
2258. কোন বায়ুর প্রভাবে এপ্রিল মাসে দেশের দক্ষিণ হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি হয়?
- মৌসুমি বায়ু
- স্থানীয় বায়ু
- সাময়িক বায়ু
- সামুদ্রিক বায়ু
2259. কোন দিকে বাংলাদেশের ভূখন্ড ক্রমশ ঢালু?
- উত্তর হতে দক্ষিণে
- পূর্ব হতে পশ্চিমে
- দক্ষিণ হতে উত্তরে
- পশ্চিম হতে পূর্বে
2260. আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
- চত্বরভূমি
- প্লাবন সমভূমি
- স্রোতজ সমভূমি
- ব-দ্বীপ সমভূমি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু - এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি - 5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 226"