বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 225
2241. ভারতের কোনো কোনো স্থানে কোন ঋতুতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়?
- শীতকারে
- গ্রীষ্মকালে
- বর্ষাকালে
- শরৎ ও হেমন্তকারে
2242. বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ বিস্তৃত –
- ময়মনসিংহ জেলার উত্তরাংশে
- হবিগঞ্জ জেলার দক্ষিণাংশে
- সিলেট জেলার উত্তরাংশে
A,B,C
2243. লালমাই অঞ্চলের মাটি কেমন?
- লালচে
- লাল
- ধূসর
- নীলাভ
2244. বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
- ২৮ ডিগ্রি সে.
- ২৯ ডিগ্রি সে.
- ৩০ ডিগ্রি সে.
- ৩১ ডিগ্রি সে.
2245. বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ মোট ভূমির কত এলাকা নিয়ে গঠিত?
- 0.05
- 0.06
- 0.07
- 4
2246. বাংলাদেশের পশ্চিমে কী অবস্থিত?
- ভারতের নদীয়া
- ভারতের ত্রিপুরা
- ভারতের আসাম
- ভারতের পশ্চিমবঙ্গ
2247. ভারতের ওপর দিয়ে শীতকালে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
- পূর্ব মৌসুমি
- পশ্চিম মৌসুমি
- উত্তর মৌসুমি
- দক্ষিণ মৌসুমি
2248. ভূমিকম্প কিরূপ দুর্যোগ?
- সাধারণ
- স্বাভাবিক
- প্রাকৃতিক
- কৃত্রিম
2249. গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
- ২৭ ডিগ্রি সে.
- ২৯ ডিগ্রি সে.
- ৩০ ডিগ্রি সে.
- ৩৮ ডিগ্রি সে.
2250. বঙ্গোপসাগরে সাধারণত নিম্নচাপ সৃষ্টি হয় –
- এপ্রিল মাসে
- জানুয়ারি মাসে
- মে মাসে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 225"