এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 147
1461. রপ্তানি শুল্ক জড়িত –
- পণ্য ক্রয়ের সাথে
- লাভ-ক্ষতির সাথে
- পণ্য উৎপাদনের সাথে
- পণ্য বিক্রয়ের সাথে
1462. নিচের কোনটি স্থায়ী সম্পত্তি?
- মজুদ পণ্য
- ট্রেডমার্ক
- বিবিধ দেনাদার
- ব্যাংক জমা
1463. জনাব ফারুক একজন ব্যবসায়ী। তিনি পণ্য ক্রয়কালে যে সব খরচগুলো করেন তা হলো –
- আন্তঃপরিবহন খরচ
- শিক্ষানবিস ভাতা
- আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া
- উপরের সবগুলো
A,C
1464. কবির এন্ড ব্রাদার্স এর মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কী?
- খরচ হ্রাস
- সম্পদ হ্রাস
- খরচ বৃদ্ধি
- সম্পদ বৃদ্ধি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""রেওয়ামিল" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 147"