এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 144
1431. রেওয়ামিলের গরমিল বা ভুলত্রুটি খুজে বের করার জন্য ষষ্ঠ ব্যবস্থাপত্র কি?
- উদ্বৃত্ত নির্ণয়ে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
- উদ্বৃত্ত রেওয়ামিল সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না
- নগদ ও ব্যাংক হিসাবের যোগফল এবং উদ্বৃত্ত নির্ণয় সঠিক হয়েছে কি না
- উদ্বৃত্ত রেওয়ামিলে সঠিকভাবে লেখা হয়েছে কি না
1432. নিম্নলিখিত কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদঘাটিত হবে?
- করিমের নিকট প্রাপ্ত ৫৭৪ টাকার চেক সনির হিসাবে ৪৭৫ টাকায় লেখা হয়
- বিক্রয় সংক্রান্ত খরচ পরিবহন হিসাবে লিপিবদ্ধ করা হয়
- ৩০০ টাকার ধারে বিক্রিত পণ্য ৩০ টাকা লেখা হয়
- ২৫০ টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা বাদ পড়ে
1433. ভুল কত প্রকার?
- ২ প্রকার
- ৩ প্রকার
- ৪ প্রকার
- ৫ প্রকার
1434. সমাপনী মজুদ সাধারণত রেওয়ামিলের –
- ডেবিট কলামে লেখা হয়
- ক্রেডিট কলামে লেখা হয়
- অনিশ্চিত হিসাবে লেখা হয়
- কোনো কলামেই লেখা হয় না
1435. রেওয়ামিলে অবিক্রিত পণ্য লিপিবদ্ধ করা হয় –
- ডেবিট কলামে
- ক্রেডিট কলামে
- অনিশ্চিত হিসাবে
- কোনো কলামেই নয়
1436. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় –
- আয় হিসাব
- ব্যয় হিসাব
- সম্পত্তিবাচক হিসাব
- কোনটিই নয়
A,B,C
1437. রেওয়ামিলের ডেবিট কলামের যোগফল সর্বদা ক্রেডিট কলামের যোগফলের –
- সমান হবে
- বেশি হবে
- কম হবে
- কম বা বেশি উভয়ই হতে পারে
1438. নিচের কোনটি প্রস্তুত করা অনাবশ্যক?
- নগদান বই
- খতিয়ান
- রেওয়ামিল
- আর্থিক বিবরণী
1439. মি. জয় প্রতিষ্ঠানের কনিষ্ঠ হিসাবরক্ষক। তিনি অগ্রিম খরচ ও বকেয়া আর্ন সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত করেন। বছর শেষে মি. জয়ের হিসাবভুক্ত অগ্রিম খরচ ও বকেয়া আর্ন কোন উদ্বৃত্ত প্রকাশ করবে?
- ক্রেডিট
- ডেবিট
- ডেবিট ও ক্রেডিট উভয়ই
- ডেবিট বা ক্রেডিট
1440. রেওয়ামিলের ক্রেডিট দিকে লেখা হবে –
- যাবতীয় দায়সমূহ
- যাবতীয় আয়সমূহ
- অনুপার্জিত আয়সমূহ
- উপরের সবগুলো
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""রেওয়ামিল" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 144"