এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 128
1271. নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল কীসের সাথে তুলনা করে চিহ্নিত করা হয়?
- ব্যাংক জমা
- ব্যাংক জমাতিরিক্ত
- প্রকৃত হাতে নগদ
- মূলধন
1272. দুঘরা নগদান বইয়ের ছককে তিনঘরা নগদান বইয়ের ছকে রূপান্তর করতে হলে করণীয় হল –
- দুঘরা নগদানের উভয় দিকে একটি করে বাট্টার ঘর বৃদ্ধি করতে হবে
- দুঘরা নগদানের উভয় দিকে দুটি করে বাট্টার ঘর বৃদ্ধি করতে হবে
- তিনঘরা নগদানের উভয় দিক থেকে একটি করে বাট্টার ঘর কমাতে হবে
- তিনঘরা নগদানের একদিক থেকে একটি করে বাট্টার ঘর কমাতে হবে
1273. ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণত কয় প্রকারের নগদান বই দেখা যায়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
1274. নগদান বহির মাধ্যমে কীসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়?
- ব্যাংক তহবিল
- নগদ তহবিল
- ব্যাংক জমাতিরিক্ত
- নগদ ব্যয়
1275. কোন বহির লেখা লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে সম্পন্ন করতে হয়?
- লেনদেন বহি
- খতিয়ান বহি
- নগদান বহি
- ক্রয় বহি
1276. একঘরা নগদান বইতে বাট্টাসমূহ লিপিবদ্ধ না করে কোথায় লিপিবদ্ধ করা হয়?
- সমন্বয় জাবেদায়
- খতিয়ানে
- প্রকৃত জাবেদায়
- সংশোধনী জাবেদায়
1277. ২০১২ সালের ১লা জুন মানিকের নগদ ৮,০০০ টাকা ছিল। ১৭ জুন আরিফের নিকট থেকে ৪,০০০ টাকা মূল্যের একটি চেক পাওয়া গেল। ২০ জুন কারবার থেকে মানিক তার ব্যক্তিগত প্রয়োজনে ৩,০০০ টাকা উত্তোলন করে। ২৮ জুন মানিকের নগদ উদ্বৃত্ত কত?
- ডেবিট ৯০০০ টাকা ক্রেডিট ৯০০০ টাকা
- ডেবিট ৫০০০ টাকা ক্রেডিট ৯০০০ টাকা
- ডেবিট ৫০০০ টাকা ক্রেডিট ৫০০০ টাকা
- ডেবিট ৯০০০ টাকা ক্রেডিট ৫০০০ টাকা
1278. নগদান বই কোন বহির ন্যায় কাজ করে?
- প্রাথমিক বই
- পাকা বই
- ক্রয় বই
- বিক্রয় বই
1279. কোন লেনদেনটির জন্য বিপরীত দাখিলা দেয়া হয়?
- ব্যাংক হতে উত্তোলন ৫
- ০০০ টাকাঅতিরিক্ত মূলধন আনয়ন ২
- ০০০ টাকা ব্যাংক থেকে ৪০০ টাকা সুদ নিলে দেনাদারকে ৫
- ০০০ টাকা পরিশোধ করলে
1280. কন্ট্রা এন্ট্রির অন্য নাম কী?
- বিপরীত দাখিলা
- সমন্বয় দাখিলা
- দুটি দাখিলা
- প্রারম্ভিক দাখিলা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""নগদান বই" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 128"