এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 116
1151. কোন হিসাব থেকে রেওয়ামিল তৈরি করা যায়?
- খতিয়ান
- জাবেদা
- প্রকৃত জাবেদা
- নগদান বই
1152. খতিয়ানের মাধ্যমে নির্ণয় করা যায়-
- মোট ক্রয়
- বাকিতে ক্রয়
- আয়-ব্যয়ের মোট পরিমাণ
- কোনটিই নয়
A,C
1153. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হল-
- ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়
- হিসাবের ভুলত্রুটি ধরা ও তা সংশোধন করা
- হিসাবের স্থায়ী সংরক্ষণ
- উপরের সবগুলো
A,B,C
1154. হিসাবের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা কম হয় তখন কোন ব্যালেন্স হয়?
- সমাপ্তি ব্যালেন্স
- ডেবিট ব্যালেন্স
- ক্রেডিট ব্যালেন্স
- প্রারম্ভিক ব্যালেন্স
1155. চলমান জের ছক অনুসরণপূর্বক খতিয়ান প্রস্তুতে-
- সময় ও শ্রম অধিক প্রয়োজন
- সময় ও শ্রম লাঘব করে
- প্রতিনিয়ত হিসাবের জের পাওয়া যায়
- কোনটিই নয়
B,C
1156. হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট অর্থের পরিমাণ সমান হলে কোন ধরনের উদ্বৃত্ত হয়?
- ডেবিট
- ক্রেডিট
- শূণ্য
- ডেবিট ও ক্রেডিট
1157. জের টানার আরেক নাম কী?
- সমতাপ্রাপ্ত
- সমতাহীন
- অসমতাপ্রাপ্ত
- ব্যালেন্সিং
1158. বিশেষ জাবেদা হতে পোস্টিং দেওয়া হয়-
- সহকারী খতিয়ানে
- জরুরি খতিয়ানে
- সাধারণ খতিয়ানে
- উপরের সবগুলো
A,C
1159. সুনাম হিসাব প্রকাশ করে-
- ডেবিট উদ্বৃত্ত
- ক্রেডিট উদ্বৃত্ত
- উভয় উদ্বৃত্ত
- শূণ্য উদ্বৃত্ত
1160. চলমান জের ছকের বহির্ভূত হলো-
- মোট ডেবিট টাকার পরিমাণ
- মোট ক্রেডিট টাকার পরিমাণ
- সর্বশেষ উদ্বৃত্ত
- কোনটিই নয়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""খতিয়ান" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 116"