“জাবেদা” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 102
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 102
1011. কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?
- প্রাপ্ত কমিশন
- প্রাপ্ত বাট্টা
- প্রাপ্ত সুদ
- প্রাপ্ত ভাড়া
1012. পাওনালিপি প্রেরণ করা হয় কার নিকট?
- ক্রেতার নিকট
- বিক্রেতার নিকট
- ক্যাশিয়ারের নিকট
- হিসাবরক্ষকের নিকট
1013. জাবেদা ছকের বিবরণ শব্দটির পরিবর্তে আর কী লেখা যায়?
- হিসাবের ব্যাখ্যা ও ধরন
- হিসাবের নাম ও তারিখ
- হিসাবের ধরন ও তারিখ
- হিসাবের নাম ও ব্যাখ্যা
1014. একটি চলমান প্রতিষ্ঠানের গত হিসাব সালের সম্পত্তি ও দায়সমূহ বর্তমান বছরের নতুন হিসাব বইতে আনা হলে তাকে বলে-
- প্রারম্ভিক জাবেদা
- সমাপনী জাবেদা
- সমন্বয় জাবেদা
- স্থানান্তর জাবেদা
1015. কিসের ওপর ভিত্তি করে বিক্রয় জাবেদা তৈরি করতে হয়?
- ভাউচার
- চালান
- ক্যাশম্যামো
- ডেবিট নং
1016. নগদ ক্রয় ৫,০০০ টাকা, সমাপনী জাবেদায় এর ডেবিট দিকে কী বসবে?
- নগদান হিসাব
- আয় বিবরণী
- ক্রয় হিসাব
- পাওনাদার হিসাব
1017. সঞ্চয়পত্র ক্রয় করা হল-
- বিনিয়োগ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
- ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
- নগদান হিসাব ডে: বিনিয়োগ হিসাব ক্রে:
- উপরের কোনটিই নয়
1018. লেনদেন সংঘটিত হবার পর কোথায় লেখা হয়?
- ক্রয় বইতে
- বিক্রয় বইতে
- জাবেদায়
- খতিয়ানে
1019. কোনটির নামে কোনো হিসাব লেখা হয় না?
- পণ্য
- ক্রয়
- বিক্রয়
- বেতন
1020. দ্বৈতসত্তা নিশ্চিত হওয়া যায় কোনটিতে?
- ভাউচারে
- চালানে
- ক্যাশ মোমোতে
- জাবেদায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
0 responses on ""জাবেদা" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 102"