“দুতরফা দাখিলা পদ্ধতি”
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 72
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট | 711. মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়?
- স্থায়ী হয়
- অভাব হয় না
- ডেবিট হয়
- ক্রেডিট হয়
712. অর্থ সম্পর্কিত ঘটনা কীরূপ?
- নির্দিষ্ট ও সজ্জিত
- বৈচিত্রময়
- পুরোনো ও বৈচিত্রময়
- অগণিত ও বৈচিত্র্যময়
713. দুতরফা দাখিলা পদ্ধতিতে কয়টি হিসাব খাত দ্বারা লেনদেন প্রভাবিত হয়?
- একটি হিসাব খাত দ্বারা
- দুটি হিসাব খাত দ্বারা
- দু তারিখের দুটি হিসাব খাত দ্বারা
- কোনো হিসাব খাত দ্বারা নয়
714. ব্যাংক ঋণ গ্রহণে ব্যবসায় কী বৃদ্ধি পাবে?
- স্বত্তাধিকার
- মূলধন
- চলতি দায়
- দীর্ঘমেয়াদি দায়
715. ‘অগ্রিম প্রদত্ত ভাড়া’-ভাড়া হিসাবে সমন্বয় করার ফলে-
- সম্পদ হ্রাস পায়
- ব্যয় বৃদ্ধি পায়
- দায় বৃদ্ধি পায়
- কোনটিই নয়
A,B
716. ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবচক্রের কোন ধাপে এটি করা হয়?
- ১ম ধাপে
- ৬ষ্ঠ ধাপে
- ৭ম ধাপে
- ১০ম ধাপে
717. প্রতিটি লেনদেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই সঙ্গে কয় টি পরিবর্তন ঘটায়?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
718. প্রাপ্ত কমিশন ক্রেডিট হবে কখন?
- সম্পত্তি বৃদ্ধি পেলে
- ব্যয় বৃদ্ধি পেলে
- আয় বৃদ্ধি পেলে
- মালিকানা স্বত্ব হ্রাস পেলে
719. গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির কী প্রকাশ করে?
- বৈশিষ্ট্য
- উদ্দেশ্য
- সুবিধা
- প্রয়োজনীয়তা
720. দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি বলতে বোঝায়-
- দু প্রস্থ হিসাবের বইতে দাখিলা
- প্রতিটি হিসাবকে দুবার লিপিবদ্ধকরণ
- একই হিসাব বইতে লেনদেনের দ্বৈতসত্তা লিপিবদ্ধকরণ
- দু তারিখের দুটি হিসাব একত্রে লিপিবদ্ধকরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on "এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 72"