এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 20
191. প্যাকিং খরচ আর্থিক বিবরণীতে দেখানো হয় –
- নগদ প্রবাহ বিবরণীতে
- বিশদ আয় বিবরণীতে
- আর্থিক অবস্থা বিবরণীতে
- মালিকানা স্বত্ব বিবরণীতে
192. মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায়ের একটি –
- দায়
- সম্পত্তি
- আয়
- কোনটিই নয়
193. নিচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
- ট্রেডমার্ক
- যন্ত্রপাতি
- নগদ টাকা
- মজুদ পণ্য
194. পাওনাদারের বাট্টা সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে দেখানো হয় –
- অপরিচালন আয়
- পরিচালন আয়
- পরিচালন ব্যয়
- অপরিচালন ব্যয়
195. ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পদের যে ক্ষয় হয় তাকে কী বলে?
- প্রত্যক্ষ ব্যয়
- ব্যবহারজনিত ক্ষতি
- অবচয়
- অপচয়
196. রায়হান ট্রেডার্স এর ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে মনিহারির পরিমাণ ৩,৫০০ টাকা যার মধ্যে ৫০০ টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত ছিল। – সংশ্লিষ্ট বছরে রায়হান ট্রেডার্স – এর মনিহারি বাবদ খরচের পরিমাণ কত?
- ৫০০ টাকা
- ০০০ টাকা
- ৫০০ টাকা
- ০০০ টাকা
197. যে নীতি অনুযায়ী স্থায়ী সম্পদসমূহের যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় সেই নীতিকে বলে –
- বকেয়া ধারণা নীতি
- হিসাব কাল
- রক্ষণশীলতায় নীতি
- ক্রয়মূল্য নীতি
198. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি নয়?
- সুনাম
- পেটেন্ট
- বিনিয়োগ
- ট্রেডমার্ক
199. প্রারম্ভিক মজুদ পণ্য ৩০,০০০ টাকা। ক্রয় ১,৫০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, বিক্রয় ২,১৩,০০০ টাকা, মোট লাভ ৪০,০০০ টাকা হলে সমাপনী মজুদ পণ্য কত টাকা?
- ১০০০০ টাকা
- ৩০০০০ টাকা
- ৩৩০০০ টাকা
- ৫০০০০ টাকা
200. কোন নীতি অনুযায়ী মুনাফা নির্ণয়ে রক্ষণশীল হতে হয়?
- বকেয়া ধারণা নীতি
- রক্ষণশীলতার নীতি
- ক্রয়মূল্য নীতি
- সামঞ্জস্যতার নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
0 responses on ""আর্থিক বিবরণী" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 20"