অণুজীব

হিসাববিজ্ঞান পরিচিতি

1. পরিবারের দৈনন্দিন বাজার খরচ কোন জাতীয় ব্যয়?

  1. মূলধন জাতীয় ব্যয়
  2. মুনাফাজাতীয় ব্যয়
  3. মোট ব্যয়
  4. নিট ব্যয়

2. পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে কোনটি ঘটে?

  1. আয় ও ব্যয় সমান হয়
  2. মূলধন বৃদ্ধি পায়
  3. আয়ের অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ থাকে না
  4. আয়ের অতিরিক্ত ব্যয় হয়ে থাকে

3. জনাব জাকির শিক্ষকতা করে মাসে ৮,৬০০ টাকা আর্ন করেন। এ ছাড়াও তিনি খাতা লেখে ৫০০ টাকা, টিউশনি করে ১,৫০০ টাকা, বাড়ি ভাড়া ৯০০ টাকা এবং অনুদান বাবদ ২,০০০ টাকা আর্ন করেন। জনাব জাকিরের পেশা হতে আর্ন কত টাকা?

  1. ১৩৫০০ টাকা
  2. ১১৫০০ টাকা
  3. ১০৬০০ টাকা
  4. ৮৬০০ টাকা

4. পারিবারিক হিসাব-নিকাশ কারো নিকট পেশ করতে হয় না বলে –

  1. কোনো জবাবদিহিতার প্রয়োজন হয় না
  2. কোনো দায়বদ্ধতা নেই
  3. পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না

5. জনাব মুশফিকুর রহমান তার পরিবারের স্বচ্ছলতার উদ্দেশ্যে পারিবারিক বাজেট প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি সর্বপ্রথম কোন কাজটি করবেন?

  1. দ্রব্যের মূল্য নির্ধারণ
  2. সম্ভাব্য আর্ন নির্ধারণ
  3. সম্ভাব্য ব্যয় নির্ধারণ
  4. চাহিদা ও গুরুত্ব অনুসারে দ্রব্যের তালিকাকরণ

6. পারিবারিক আয়ের ১০% – ১৫% কোন খাতে ব্যয় করা উচিত?

  1. খাদ্য খাতে
  2. বস্ত্র খাতে
  3. বাসস্থান খাতে
  4. শিক্ষা খাতে

7. কমলা বিক্রি করে কৃষকের যে আর্ন হয় তা তার নিকট কী জাতীয় আর্ন হিসাবে গণ্য হয়?

  1. মূলধনজাতীয় প্রাপ্তি
  2. পারিবারিক আয়
  3. নিয়মিত আয়
  4. মুনাফার অংশ

8. কোনটি পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য?

  1. পারিবারিক বাজেট
  2. পারিবারিক শৃঙ্খলা
  3. অমুনাফাভোগী প্রতিষ্ঠান
  4. পারিবারিক স্বচ্ছলতা

9. পারিবারিক বাজেট তৈরি হয় –

  1. সম্ভাব্য আয়ের ভিত্তিতে
  2. প্রকৃত আয়ের ভিত্তিতে
  3. সম্ভাব্য আর্ন ও ব্যয়ের ভিত্তিতে
  4. প্রকৃত আর্ন ও ব্যয়ের ভিত্তিতে

10. পারিবারিক দৃষ্টিকোণ থেকে মানুষের সুখের ঠিকানা কোনটি?

  1. সামাজিক বন্ধন
  2. পারিবারিক বন্ধন
  3. আত্মীয়তার বন্ধন
  4. বন্ধুত্বতার বন্ধন

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline

Syeda Nusrat
Syeda Nusrat

Course Counsellor

I am online

I am offline