তড়িৎ-প্রবাহের-চৌম্বক-ক্রিয়া-ও-চুম্বকত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1416
14151. চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে ফেরোপচৌম্বক পদার্থের চুম্বকত্বের কী পরিবর্তন হয়?
- বৃদ্ধি পায়
- সম্পূর্ণ বিলুপ্ত হয়
- কিছুটা চুম্বকত্ব থাকে
- একই থাকে
14152. ফেরিচৌম্বক পদার্থকে উত্তপ্ত করে কোন পদার্থে রূপান্তর করা যায়?
- প্যারাচৌম্বক
- ডায়াচৌম্বক
- এন্টিফেরিচৌম্বক
- সবগুলো
14153. দুটি সরল সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল কয়টি সূত্র মেনে চলে?
- 2
- 3
- 4
- 5
14154. তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল থেকে কোনটির সংজ্ঞা প্রদান করা যায়?
- কুলম্ব
- হেনরি
- অ্যাম্পিয়ার
- জুল
14155. মুক্তভাবে ঝুলন্ত চুম্বক শলাকার দক্ষিণ মেরু ভূ-চুম্বকের কোন দিক নির্দেশ করে?
- উত্তর মেরু
- দক্ষিণ মেরু
- লাল মেরু
- সবগুলো
14156. বিনতির মান সর্বোচ্চ কোথায়?
- বিষুব রেখায়
- দুই মেরুতে
- নিরক্ষ রেখায়
- সর্বত্র
14157. কোন প্রক্রিয়ায় এন্টিফেরোচৌম্বকত্বের উদ্ভব হয়?
- যুগলায়ন
- বিয়োজন
- বিনিময় মিথস্ত্রিয়া
- বিনিময়
14158. কোন প্রক্রিয়ায় ডোমেটনের মধ্যে চৌম্বক মোমেন্টগুরো পরস্পর সমান্তরাল থাকে?
- বিনিময়
- যুদগলায়ন
- বিয়োজন
- বিনিময় যুগলায়ন
14159. আয়রনের সংকরের মধ্যে ন্যূনতম কত ভাগ কার্বন থাকলে তা স্থায়ী চুম্বকে পরিণত হয়?
- ০.৫ ভাগ
- ০.৭ ভাগ
- ০.৮ ভাগ
- ০.৯৫ ভাগ
14160. চাকার বিনতি কত?
- 310N
- 310S
- 310W
- 310E
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "তড়িৎ-প্রবাহের-চৌম্বক-ক্রিয়া-ও-চুম্বকত্ব - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1416"