আদর্শ-গ্যাস-ও-গ্যাসের-গতিতত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1302
13011. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব 1.25 kgm-1। অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল এর মান কত?
- c = 400 ms-1
- c = 125 ms-1
- c = 493.07 ms-1
- c = 490.05 ms-1
13012. 72 cm পারদ এবং 270C তাপমাত্রায় 20 g অক্সিজেনের আয়তন কত হবে?
- 1.62 x 10-3 m3
- 16.24 x 10-3 m3
- 1.64 x 10-4 m3
- 16.68 x 10-4 m3
13013. কাকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়?
- চার্লস
- ভ্যানডার ওয়ালস
- বার্নোলী
- রেলে
13014. কত সলে রবার্ট বয়েল নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করেন?
- 1642
- 1652
- 1662
- 1672
13015. 320C তাপমাত্রায় কোনো স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান?
- 00C
- 160C
- 200C
- 320C
13016. পর পর ধাক্কাগুলোর ভিতর একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় –
- মুক্ত পথ
- গড় পথ
- গড় মুক্ত পথ
- কোনোটিই নয়
13017. কোনটি একমাত্রিক বস্তু?
- কাঠের বাক্স
- পানির বোতল
- লম্বা সরু সুতা
- মোট বই
13018. তিনটি গ্যাসের বেগ যথাক্রমে 3ms-1, 5ms-1, 2ms-1 হলে, অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ কত হবে?
- 3.56 ms-1
- 3.79 ms-1
- 3.66 ms-1
- 3.72 ms-1
13019. নিচের কোনটির স্ফুটনাঙ্ক বেশি?
- পারদ
- পানি
- গ্লিসারিন
- ক্লোরোফর্ম
13020. গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের অন্তর্ভুক্ত-
- কোনো একটি গ্যাসের অনুসমূহ একই রকম বিভিন্ন গ্যাসের অণু বিভিন্ন রকম
- গ্যাসের অনুগুলো বিন্দু ভর বা ভর কণা
- গ্যাসের অণূগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক দৃঢ় গোলক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "আদর্শ-গ্যাস-ও-গ্যাসের-গতিতত্ত্ব - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1302"