আদর্শ গ্যাস | আদর্শ-গ্যাস-ও-গ্যাসের-গতিতত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1300
12991. অণুর গতিশক্তি কীসের উপর নির্ভরশীল?
- চাপের উপর
- আয়তনের উপর
- তাপমাত্রার উপর
- সবগুলোর উপর
12992. বয়েলের সূত্রানুসারে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন –
- এর চাপের সমানুপাতিক
- এর চাপের ব্যস্তানুপাতিক
- স্থির তাপমাত্রায় এর চাপের ব্যস্তানুপাতিক
- কোনোটিই নয়
12993. স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি কোন সূত্র?
- বয়েলের সূত্র
- চার্লস এর সূত্র
- চাপের সূত্র
- অ্যাভোগেড্রোর সূত্র
12994. 470 তাপমাত্রায় 1 mole গ্যাসের গতিশক্তি কত?
- 3988.8 J
- 886.826 J
- 89.338 J
- 1773.65 J
12995. পদার্থ বিজ্ঞানের যে শাখায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
- আর্দ্রতামিতি
- শিশিরাঙ্ক
- আপেক্ষিক আর্দ্রতা
- সম্পৃক্ত বাষ্প চাপ
12996. কোনো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রের শুষ্ক পাঠ 280C এবং 300C এ স্লেইসারের উৎপাদক 1.65 হলে শিশিরাঙ্ক কত?
- 25.70C
- 26.70C
- 27.70C
- 28.70C
12997. 100C তাপমাত্রা ১ লিটার বায়ুতে তাপ দেয়া হলে যে পর্যন্ত তার আয়তন ও চাপ দ্বিগুণ না হয়। বায়ুর চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করে?
- 2830C
- 5660C
- 8490C
- 11320C
12998. তিনটি গ্যাস অণুর বেগ হচ্ছে 15 m/s, 30 m/s এবং 35 m/s। তাদের মূল গড় বর্গ কত হবে?
- 28m/s-1
- 30.3m/s-1
- 30m/s
- 916.7m/s
12999. যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় তাকে বলা হয় –
- গলনাঙ্ক
- হিমাঙ্ক
- প্রমাণ তাপমাত্রা
- কোনটিই নয়
13000. নির্দিষ্ট তাপমাত্রায় কোন আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে কী বলে?
- সম্পৃক্ত বাষ্প চাপ
- অসম্পৃক্ত বাষ্প
- অসম্পৃক্ত বাষ্প চাপ
- সম্পৃক্ত বাষ্প
আদর্শ গ্যাস | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
2 responses on "আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এইচএসসি পদার্থবিজ্ঞান ১মপত্র"