আদর্শ-গ্যাস – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1298
12971. নিউটনের শীতলীকরণ পরীক্ষণে তাপমাত্রা বনাম সময় লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে?
- ক্রমবর্ধমান ঢালের
- অধিবৃত্তাকৃতি
- ক্রমহ্রাসমান ঢালের সরল রেখা
- সূচকীয়
12972. একটি গ্যাসের ঘনত্ব 1.25 kgm-1, গড় বর্গবেগ 3750 ms-1 হলে চাপ কত?
- 1662.5 Pa
- 1562.5 Pa
- 1762.5 Pa
- 1462.5 Pa
12973. গ্যাসের অণুগুলোর আয়তন গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় –
- অতি নগণ্য হয়
- সামান্য কম হয়
- বেশি হয়
- দ্বিগুণ হয়
12974. কোন বিজ্ঞানী সর্বপ্রথম গড় মুক্ত পথের সমীকরণ প্রতিষ্ঠা করেন?
- ক্লসিয়াস
- রেনোর
- নিউটন
- রবার্ট বয়েল
12975. গ্যাসের গতিতত্ত্ব হতে গ্যাসের কী সম্পর্ক জানা যায়?
- গতির প্রকৃতি
- উদ্ভূত তাপ
- বিরচন কাল
- গতির প্রকৃতি ও উদ্ভূত তাপ
12976. স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত?
- 224 লিটার
- 22.4 cm3
- 22.4 লিটার
- 224 cm3
12977. কোন পদার্থের আচরণ পর্যবেক্ষণ ও আলোচনার জন্য তাপমাত্রা ও চাপ উভয়ই উল্লেখ করতে হয়?
- তরল
- গ্যাসীয়
- কঠিন
- তরল ও কঠিন
12978. বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামতে পারে কারণ-
- বায়ু বিকিরণ প্রকৃয়ায় তাপ বর্জন করে
- শীলত ও গরম বায়ুর মিশ্রণ
- রুদ্ধতাপীয় প্রকৃয়ায় চাপের দ্রুত পরিবর্তন
12979. তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের –
- সমানুপাতিক
- ব্যস্তানুপাতিক
- বর্গের সমানুপাতিক
- বর্গের ব্যস্তানুপাতিক
12980. ভ্যানডার ওয়ালস সমীকরণ অনুসারে গ্যাস অণুগুলো-
- পরস্পরকে বিকর্ষণ করে
- পরস্পরকে আকর্ষণ করে
- শুধু মাত্র পাত্রের দেয়ালকে আকর্ষণ করে
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "আদর্শ-গ্যাস - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1298"