এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ২য়পত্র-3 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1215
12141. ভার্সাই সন্ধি অনুসারে জার্মানিকে কত বিলিয়ন স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়?
- 130
- 132
- 134
- 136
12142. লীগ অব নেশনস এর কয়টি শক্তিশালী অঙ্গ ছিল?
- 2
- 3
- 4
- 5
12143. ফ্রান্সে বসবাসকারী জাতিকে কী নামে ডাকা হয়?
- ইরানি
- ফরাসি
- পার্সি
- এলিয়েন
12144. জার্মানির প্রাচীন রাজাদের উপাধি কী ছিল?
- জার
- রাজা
- কাইজার
- নবাব
12145. ভার্সাই সন্ধি অনুসারে জার্মানি কোন অঞ্চলের অংশ বিশেষ পোল্যান্ডকে ছেড়ে দেয়?
- আলসেস
- লোরেন
- সাইলেশিয়া
- মেমেল
12146. রাশিয়া-ফ্রান্সের সাথে চুক্তিতে আবদ্ধ হয় যে জন্য তা হলো-
- স্বাধীনতা রক্ষা
- সামরিক সহযোগিতা
- অল্প সুদে ঋণ
B,C
12147. জার্মানির দখলকৃত দূরপ্রাচ্যের অঞ্চলগুলো কাকে দিয়ে দেয়?
- রাশিয়া
- বলিভিয়া
- ইতালি
- জাপান
12148. পূর্ব রণাঙ্গনের নেতিবাচক দিক হলো-
- সৈন্য মোতায়েন কম
- অস্ত্রশস্ত্র কম
- যোগাযোগ ব্যবস্থা খারাপ
A,C
12149. ১৯১৯ সালে কোন চুক্তি হয়?
- প্রথম ভার্সাই চুক্তি
- ক্যাম্প ডেভিড
- জেনেভা চুক্তি
- দ্বিতীয় ভার্সাই চুক্তি
12150. নিচের কোন দেশ লীগ অব নেশন্স এর সদস্যপদ ত্যাগ করে?
- ফ্রান্স
- জাপান
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ইতিহাস ২য়পত্র-3 - এইচএসসি-ইতিহাস ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1215"