ব্যাংক-ব্যবস্থার-প্রাথমিক-ধারণা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1088
10871. আধুনিক অর্থনীতির জীবনীশক্তি কোনটি?
- অর্থ
- মূলধন
- ব্যাংক
- বিনিয়োগ
10872. অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব হলো-
- কৃষি উন্নয়নে অবদান
- শিল্পের উন্নয়নে অবদান
- অভ্যন্তরীণ বাণিজ্যে অবদান
A,B,C
10873. ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?
- শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান
- শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান
- শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান
- শক্তিশালী শিল্প প্রতিষ্ঠান
10874. সমগ্র বিশ্বে ব্যাংক কীসের প্রতীক হিসেবে গণ্য হয়?
- অর্থ সংগ্রহের
- নোট ইস্যুর
- ঋণ প্রদানের
- নিরাপত্তার
10875. কোন দেশে সর্বপ্রথম চেইন ব্যাংকিং সিস্টেম চালু হয়?
- ইংল্যান্ড
- ভারতে
- মার্কিন যুক্তরাষ্ট্রে
- অস্ট্রেলিয়ায়
10876. বাংলাদেশে কোন ধরনের ব্যাংক ব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি?
- শাখা ব্যাংক ব্যবস্থা
- বেসরকারি ব্যাংক ব্যবস্থা
- গ্রুপ ব্যাংক ব্যবস্থা
- মিশ্র ব্যাংক ব্যবস্থা
10877. গ্রামীণ ব্যাংকের প্রবক্তা কে?
- ড. মোঃ আলী
- ড. মোঃ ইউনুস
- সাইখ সিরাজ
- ড. মোস্তাফিজুর রহমান
10878. স্বাধীনতার পূর্বে বাংলাদেশ ব্যাংকের নাম কী ছিল?
- স্টেট ব্যাংক অব বাংলাদেশ
- স্টেট ব্যাংক অব পাকিস্তান
- দি স্টেট ব্যাংক অব বাংলাদেশ
- দি স্টেট ব্যাংক অব বাংলাদেশ
10879. ব্যাংক অর্থকে সওদা বানিয়ে ব্যবসায় করে কীভাবে?
- অর্থের নিরাপত্তা প্রদান করে
- সুদ গ্রহণ করে
- একজন হতে আমানত গ্রহণ করে অন্যজনকে ঋণ দিয়ে
- মুনাফা প্রদানের মাধ্যমে
10880. সমগ্র ব্যাংক ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে কোন ধরনের ব্যাংক?
- বাণিজ্যিক ব্যাংক
- বৈদেশিক ব্যাংক
- সরকারি ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-ব্যবস্থার-প্রাথমিক-ধারণা - এইচএসসি-অর্থনীতি ২য়পত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1088"