সরকার-কাঠামো – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 942
9411. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষের নাম কী?
- লর্ডসভা
- সিনেট
- কংগ্রেস
- পার্লামেন্ট
9412. বাংলাদেশে কোন দেশের ন্যায় কাঠামোগত স্বতনন্ত্রীকরণ বিদ্যমান?
- ব্রিটেন
- উত্তর কোরিয়া
- যুক্তরাষ্ট্র
- সুইজারল্যান্ড
9413. হিটলার কোন দেশের শাসক ছিলেন?
- ব্রিটেন
- জার্মানি
- ফ্রান্স
- ইতালি
9414. গণতান্ত্রিক শাসব্যবস্থার মূলকথা কী?
- রাজনৈতিক ব্যক্তিদের পরিচালিত শাসন
- জনমতের ভিত্তিতে পরিচালিত শাসন
- জনগণের সরাসরি অংশগ্রহণে শামসন
- শিক্ষিত ব্যক্তির দ্বারা শাসন
9415. যে শাসন বিভাগে সরকারপ্রধান শাসন কাজ পরিচালনা করে তাকে কী শাসন বিভাগ বলে?
- নামমাত্র
- প্রকৃত
- একক
- রাজতান্ত্রিক
9416. মন্ত্রিপরিষদ শাসিত সরকার যেসব কর্মকান্ডের ফলে শাসন বিভাগকে নিয়ন্ত্রন করে-
- বাজেট নিয়ন্ত্রণ
- সরকারকে পদচ্যুতিকরণ
- বিশেষ কমিটি গঠন
A,B,C
9417. আইনের শাসন প্রতিষ্ঠায় কোনটি প্রয়োনজ?
- শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ
- বিচার বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ
- জনগণ কর্তৃক বিচারক নিয়োগ
- উপরের কোনটি নয়
9418. এককেন্দ্রিক সরকারের সংবিধান নমনীয় প্রকৃতির হওয়ার কারণ কি?
- লিখিত
- দুষ্পরিবর্তনীয়
- অলিখিত
A,B,C
9419. আইন বিভাগের মূল কাজ কী?
9420. একনায়কতন্ত্র বিশ্বাসী নয়-
- উগ্র বর্ণবাদে
- জাতীয়তাবাদে
- সর্বাত্মকবাদে
- সাম্য ও স্বাধীনতায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।