ই-গভর্ন্যান্স – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 916
9151. বাংলাদেশ সরকার নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ফলে তাদের জীবনমান অনেক সহজতর হয়েছে। বাংলাদেশ সরকারের এ কাজটি কীসের পরিচয় বহন করে?
- ই-গভর্ন্যান্স
- ই-গণতন্ত্র
- ই-ইলেকশন
- ই-লার্নিং
9152. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ই-গভর্ন্যন্স ভূমিকা পালন করতে পারে-
- জনগণের প্রদত্ত সেবার মান উন্নয়নে
- সরকারি দপ্তরগুলোর দক্ষতা বৃদ্ধিতে
- আইনের প্রয়োগ শক্তিশালীকরণে
A,B,C
9153. ই-গভর্নেন্স চালু হলে-
- আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি পায়
- স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়
- প্রশাসনিক কাজে খরচ বৃদ্ধি পায়
A,B,C
9154. E-Governance সমধিক পরিচিত-
- D1g1tal governance
- Onl1ne governace
- Connected goverance
A,B,C
9155. ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করতে প্রাথমিক অবস্থায় প্রয়াজন-
- প্রতিটি দপ্তরে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন
- ই-কর্মাস চালু করা
- ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল চালু করা
A,C
9156. 1SP- এর পূর্ণরূপ কী?
- 1nternet Serv1ce Protocol
- 1nternet Serv1ce Project
- 1nternet Serv1ce Prov1der
- 1nternat1onal Server Prov1der
9157. সরকার কর্তৃক নাগরিকদের সেবা প্রদানকে কী বলে?
- ই-গভর্নেমেন্ট
- ই-প্রশাসন
- ই-সেবা
- ই-সার্ভিসেস
9158. ই-কর্মাসের উন্নয়ন সাধনের মাধ্যমে দেশে ব্যবসায় বাণিজ্য উন্নয়ন সাধন করা-
- সুশাসনের অন্যতম উদ্দেশ্য
- অবাধ তথ্যপ্রবাহের অন্যতম উদ্দেশ্য
- গণতান্ত্রিক সরকারের অন্যতম উদ্দেশ্য
- ই-গভর্নেন্সের অন্যতম উদ্দেশ্য
9159. তথ্য ও প্রযুক্তি যোগাযোগের উন্নতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম?
- ১০০তম
- ১০৮তম
- ১১০তম
- ১১৪তম
9160. মার্কিন যুক্তরাষ্ট্র ই-গভর্নেন্স আইন প্রবর্তন করে কত সালে?
- 2000
- 2001
- 20002
- 2003
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ই-গভর্ন্যান্স - এইচএসসি-পৌরনীতি-1-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 916"