🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

ই-গভর্ন্যান্স – এইচএসসি-পৌরনীতি-1-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 916

ই-গভর্ন্যান্স – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 916

9151. বাংলাদেশ সরকার নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ফলে তাদের জীবনমান অনেক সহজতর হয়েছে। বাংলাদেশ সরকারের এ কাজটি কীসের পরিচয় বহন করে?

  1. ই-গভর্ন্যান্স
  2. ই-গণতন্ত্র
  3. ই-ইলেকশন
  4. ই-লার্নিং

9152. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ই-গভর্ন্যন্স ভূমিকা পালন করতে পারে-

  1. জনগণের প্রদত্ত সেবার মান উন্নয়নে
  2. সরকারি দপ্তরগুলোর দক্ষতা বৃদ্ধিতে
  3. আইনের প্রয়োগ শক্তিশালীকরণে

9153. ই-গভর্নেন্স চালু হলে-

  1. আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি পায়
  2. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়
  3. প্রশাসনিক কাজে খরচ বৃদ্ধি পায়

9154. E-Governance সমধিক পরিচিত-

  1. D1g1tal governance
  2. Onl1ne governace
  3. Connected goverance

9155. ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করতে প্রাথমিক অবস্থায় প্রয়াজন-

  1. প্রতিটি দপ্তরে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন
  2. ই-কর্মাস চালু করা
  3. ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল চালু করা

9156. 1SP- এর পূর্ণরূপ কী?

  1. 1nternet Serv1ce Protocol
  2. 1nternet Serv1ce Project
  3. 1nternet Serv1ce Prov1der
  4. 1nternat1onal Server Prov1der

9157. সরকার কর্তৃক নাগরিকদের সেবা প্রদানকে কী বলে?

  1. ই-গভর্নেমেন্ট
  2. ই-প্রশাসন
  3. ই-সেবা
  4. ই-সার্ভিসেস

9158. ই-কর্মাসের উন্নয়ন সাধনের মাধ্যমে দেশে ব্যবসায় বাণিজ্য উন্নয়ন সাধন করা-

  1. সুশাসনের অন্যতম উদ্দেশ্য
  2. অবাধ তথ্যপ্রবাহের অন্যতম উদ্দেশ্য
  3. গণতান্ত্রিক সরকারের অন্যতম উদ্দেশ্য
  4. ই-গভর্নেন্সের অন্যতম উদ্দেশ্য

9159. তথ্য ও প্রযুক্তি যোগাযোগের উন্নতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম?

  1. ১০০তম
  2. ১০৮তম
  3. ১১০তম
  4. ১১৪তম

9160. মার্কিন যুক্তরাষ্ট্র ই-গভর্নেন্স আইন প্রবর্তন করে কত সালে?

  1. 2000
  2. 2001
  3. 20002
  4. 2003

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

   
   

0 responses on "ই-গভর্ন্যান্স - এইচএসসি-পৌরনীতি-1-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 916"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved