মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 910
9091. রাশেদ ও মামুন একাদশ শ্রেণির ছাত্র। তারা তাদের এলাকায় বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচির মতো বিভিন্ন উন্নয়মূলক কাজ করে। তাদের সাথে এলাকার অন্যান্য ছেলেরা এগিয়ে আসে। এলাকাবাসী তাদের কার্যক্রম আনন্দিত ও অনুপ্রাণিত হয়।রাশেদ ও মামুনের মধ্যে কোন ধরনের মূল্যবোধ কাজ করছে?
- নৈতিক
- ধর্মীয়
- সাংস্কৃতিক
- সামাজিক
9092. মামুন ও রাশেদের কাজ সমাজে কী ধরনের প্রভাব ফেলবে?
- জনগণকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করবে
- সামাজিক সৃজনশীলতা বৃদ্ধি করবে
- সামাজিক কর্মকান্ডে অনুপ্রাণিত করবে
- সমাজ জীবনে গতিশীলতা আনবে
9093. সুশাসনের সহায়ক ভূমিকা পালন করে-
- সহনশীলতা
- সহমর্মিতা
- শ্রমের মর্যাদা
A,B,C
9094. সাম্য ও স্বাধীনতা গণতান্ত্রিক ধারাকে সচল রাখে। এদের লক্ষ্য হলো-
- ব্যক্তির পূর্ণতা বিধান
- সমতা নিশ্চিত করা
- আইনের বাস্তবায়ন
A,B,C
9095. গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এ বিরোধ মীমাংসায় প্রয়োগ হবে কোন আইন?
9096. নৈতিকতা কী?
- অসৎ নীতি
- মূল্যবোধের ব্যবহার
- নীতি সংক্রান্ত বিষয়
- সামাজিক ন্যায়বিচার
9097. নৈতিকতা মূলত কীরূপ ব্যাপার?
- রাজনৈতিক
- সামাািজক
- ধর্মীয়
- অর্থনৈতিক
9098. আইনের দ্বারা রাষ্ট্রের সম্পর্ক নির্ণয় করা হয়-
- ব্যক্তির সাথে ব্যক্তির
- ব্যক্তির সাথে রাষ্ট্রের
- রাষ্ট্রের সাথে রাষ্ট্রের
A,B,C
9099. কোন সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন?
- অর্থনৈতিক
- ব্যক্তিগত
- সামাজিক
- সাংস্কৃতিক
9100. স্বাধীনতা ও আইনের বিরোধ নেই’-উক্তিটি কার?
- মন্টেস্কু
- বার্কার
- লক
- উইলোবি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মূল্যবোধ - এইচএসসি-পৌরনীতি-1-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 910"