মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 906
9051. আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমান অধিকার লাভ করবে-
- ধনী-দরিদ্র
- বিশৃঙ্খলাকারী
- সবল দুর্বল
A,C
9052. বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ সমান হতে পারে না-
- শারীরিকভাবে
- উচ্চতায়
- মানসিকভাবে
A,C
9053. অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করে, কোন কিভাগ?
- আইন বিভাগ
- শাসন বিভাগ
- বিচার বিভাগ
- প্রাশাসনিক ট্রাইব্যুনাল
9054. শাস্তির ভয় ও উপযোগিতা উভয় কারণকে আইন মান্য করার ক্ষেত্রে সমর্থন করেছেন কে?
- জন অস্টিন
- থমাস হবস
- হেনরী মেইন
- লর্ড ব্রাইন
9055. আইন মান্য করার কারণকে পাঁচ ভাগে ভাগ করেছেন কে?
- লর্ড ব্রাইস
- হেনরী মেইন
- জাঁ জ্যাঁক রুশো
- টমাস গেটেল
9056. সামাজিক মূল্যবোধ সমাজ জীবনে-
- শৃঙ্খলা আনয়ন করে
- অন্যায়কে অন্যায় বলা
- সত্য-মিথ্যার ভেদাভেদ
A,B,C
9057. সর্বজনীন মূল্যবোধ হলো-
- সততা
- ন্যয়পরায়নতা
- পরোপকার
A,B,C
9058. আইনের অনুশাসন বলতে প্রধান কয়টি ধারণাকে বোঝায়?
- ৫টি
- ৪টি
- ৩টি
- ২টি
9059. অবাধ ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা-
- উচ্ছৃঙ্খলতার নামান্তর
- অরাজকতার নামান্তর
- প্রকৃত স্বাধীনতা
A,B
9060. গণতান্ত্রিক মূল্যবোধের উপাদান হলো-
- জবাবদিহিতা
- সমতা
- সহিষ্ণুতা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মূল্যবোধ - এইচএসসি-পৌরনীতি-1-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 906"