মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 903
9021. সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে তাকে কী বলে?
- আইন
- প্রথা
- নিয়ম
- বিধান
9022. গণতান্ত্রিক মূল্যবোধে কাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়?
- সরকারকে
- বিচারপতিকে
- নাগরিককে
- সেনাবাহিনীকে
9023. আইনের দৃষ্টিতে সবাই সমান’- কে বলেছেন?
- অধ্যাপক ডাইসি
- অধ্যাপক গার্নার
- অধ্যাপক লাস্কি
- অধ্যাপক স্পেন্সার
9024. স্বাধীনতা বাস্তবায়নের জন্যে কীসের প্রয়োজন?
- সাম্যের
- নৈতিকতার
- মূল্যবোধের
- আইন প্রয়োগের
9025. সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পদের হিসাব যদি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয, তাহলে কী সুফল পাওয়া যাবে?
- অযোগ্য কর্মকর্তাদের চেনা যাবে
- যোগ্য কর্মকর্তাদের দক্ষতা জানা যাবে
- দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে
- সরকারের কাজ সহজ হবে
9026. আইন সার্বভৌম শাসকের আদেশ’-এটি কার মত?
- এরিস্টটল
- অধ্যাপক হল্যান্ড
- অধ্যাপক হাউস
- জন লক
9027. আইনের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন কে?
- অধ্যাপক হল্যান্ড
- জন অস্টিন
- টমাস হবস
- উড্রো উইলসন
9028. রাজনৈতিক সাম্যের উদাহরণ হলো-
- ভোটাধিকার
- স্বাধীন মতামত প্রকাশের অধিকার
- সরকারি চাকরি লাভের অধিকার
A,B,C
9029. সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি?
- আপেক্ষিকতা
- জনকল্যাণমুখিতা
- সহমর্মিতা
- সহনশীলতা
9030. মানবিক গুনাবলির উদাহরণ কোনটি?
- অনাচার
- অবিচার
- চৌর্যবৃত্তি
- সৌহার্দ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মূল্যবোধ - এইচএসসি-পৌরনীতি-1-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 903"