মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 902
9016. মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো রাষ্ট্রপতি পরপর দু মেয়াদের বেশি নির্বাচিত হতে পানের না। এর ফলে মার্কিন সমাজে গড়ে ওঠে না-
- সুশাসন
- গণতান্ত্রিক মূল্যবোধ
- কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো
- ন্যায়বিচার
9017. গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কী?
- সবকিছু রিপোটিং করার স্বাধীনতা
- সরকারের স্বার্থ তুলে ধরা
- জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা
- রাজনীতিকদের অবস্থা তুলে ধরা
9018. আমাদের দেশে ঘুষ প্রথা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। কারণ-
- আমরা সচেতন
- আমরা সহজে কাজ সম্পন্ন করতে চাই
- আমর অসচেতন
- আমরা সহনশীল
9019. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের পর্যাপ্ত অফিস ও লাইব্রেরির সুবিধা রয়েছে। ফলে আইন প্রণয়নে বা কংগ্রেসের কার্যক্রমে তারা সুচিন্তিত মতামত দিতে সক্ষম হন।উক্ত অবস্থা দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনটি গড়ে উঠবে?
- কার্যকর কংগ্রেস
- দক্ষ প্রশাসন
- আইনের শাসন
- ন্যায়বিচার
9020. UNDP এর মতে, সুশাসনের মাধ্যমে নাগরিকগণ-
- আশা-আকাঙ্খার প্রকাশ করতে পারে
- অধিকার ভোগ করতে পারে
- চাহিদাগুলো মেটাতে পারে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মূল্যবোধ - এইচএসসি-পৌরনীতি-1-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 902"