দেশপ্রেম-ও-জাতীয়তা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 891
8901. জাতীয়তা জাতিতে পরিণত হয় কিসের মাধ্যমে?
- স্বাধীন অর্থনৈতিক সংগঠনের মাধ্যমে
- স্বাধীন সাংস্কৃতিক সংগঠনের
- স্বাধীন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে
- স্বাধীন ধর্মীয় সংগঠনের মাধ্যমে
8902. ইউরোপ জুড়ে বিপ্লবের সময়কাল কত?
- ১৭৯০-১৮৬১
- ১৭৮৯-১৮৬১
- ১৭৮৯-১৮৬০
- ১৭৮৯-১৮৬০
8903. ভারতীয় একটি জাতি। এ জাতির রয়েছে-
- রাজনৈতিক সংগঠন
- সার্বভৌমত্ব
- নিজস্ব সংস্কৃতি
A,B,C
8904. নিচের কোনটি জাতীয়তার উপাদান নয়?
- বংশগত ঐক্য
- রাজনৈতিক ঐক্য
- বয়সগত ঐক্য
- অর্থনৈতিক ঐক্য
8905. Nat1onal1ty’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
- Nat1onal
- Nates
- Natus
- Nat1o
8906. প্রাচীন গ্রিসে কী বিদ্যমান ছিল?
- নগর
- শহর
- শহর কেন্দ্র
- নগররাষ্ট্র
8907. নিচের কোনটি নগররাষ্ট্র নয়?
- রোম
- স্পার্টা
- গ্রিস
- বাংলাদেশ
8908. জাতীয়তার সৃষ্টির ক্ষেত্রে সবচেয়ে কার্যকারী?
- বংশগত ঐক্য
- ধর্মীয় ঐক্য
- ভৌগোলিক ঐক্য
- ভাবগত ঐক্য
8909. প্রতিটি মানুষের মৌলিক অধিকার পুরণ করবে কে?
- সমাজ
- পরিবার
- গোত্র
- রাষ্ট্র
8910. জাতির সংজ্ঞায় লর্ড ব্রাইস কোন এটির গুরুত্ব দয়েছেন?
- নির্দিষ্ট আবাসভূমি
- সংঘবদ্ধতা
- মর্যাদাপূর্ণ অনুভূতি
- স্বাধীন কিংবা স্বাধীনতাকামী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "দেশপ্রেম-ও-জাতীয়তা - এইচএসসি-পৌরনীতি-1-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 891"