এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-5 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 859
8581. ইলেকট্র ত্যাগ ধনাত্মক আয়নে পরিনত হওয়ার প্রবণতাকে কী বলে?
- জারণ
- বিজারণ
- সংযোজন
- বিয়োজন
8582. সংশ্লেষ গ্যাস-
- কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেনের মিশ্রণ
- স্টিম হাইড্রোকার্বন রিফরমিক পদ্ধতিতে পাওয়া যায়
- মিথানল তৈরিতে ব্যবহৃত হয় �
8583. গ্যাস ইলেকট্রোডে নিষ্কিয় ধাতু ব্যবহার করা হয় কারণ-
- এটি গ্যাস শোষণ করে
- বিক্রিয়া ঘটাতে সাহায্য
- গ্যাসের পরিমাণ বৃদ্ধি করে
- ইলেক্টোড হিসেবে কাজ করে
8584. অ্যামোনিয়া-
- জলীয় দ্রবণে কম আয়নিত হয়
- কম তড়ৎি পরিবহন করে
- দুর্বল তড়িৎবিশ্লেষ্য�
8585. তড়িৎ বিভব নির্ণয় করতে কোষে কোনটি ব্যবহার করা হয়?
- অ্যামিটার
- ভোল্টমিটার
- পোলারিমিটার
- মনোমিটার
8586. তড়িৎবিশ্লেষ্য পরিবাহীর অন্য নাম কী?
- আয়নিক পরিবাহী
- পোলার পরিবাহী
- ইলেকট্রনীয় পরিবাহী
- কুপরিবাহী
8587. অ্যানোড তড়িদদ্বারকে কী বলা হয়?
- জারণ-তড়িদদ্বার
- ক্যাথোড তড়িদদ্বার
- জারণ-বিজারণ তড়িদদ্বার
- তড়িৎবিশ্লেষ্য তড়িদদ্বার
8588. কোনটির বিশোদনে ফ্যারাডের ১ম সূত্র প্রয়োগ হয়নি?
- Cu
- Al
- Zn
- Co
8589. জারক পদার্থ যে অংশে ইলেকট্রন গ্রহন করে বিজারিত হয় তাক কী বলে?
- জারণ-বিজারণ বিক্রিয়া
- জারণ অর্ধবিক্রিয়া
- বিজারণ অর্ধবিক্রিয়া
- আয়নিক বিক্রিয়া
8590. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও: A ও B চতুর্থ পর্যায়ভুক্ত দুটি ধাতু; উভয় ধাতু দ্বিযোজী ও আয়নিক যৌগ গঠন করে। A এর যৌগটি বর্ণহীন, B হল সর্বশেষে অবস্থান্তর মৌল এবং এর যৌগটি রঙিন। BSO4 লবণের দ্রবণে 2F বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে ধাতুটির সঞ্চিত ভর কত হয়?
- 63.5g
- 1/2 মোল পরমাণু
- 31.75g
- 30.5g
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-রসায়ন ২য়পত্র-5 - এইচএসসি-রসায়ন ২য়পত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 859"