এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-3 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 845
8441. বেনজিনের ন্যায় সুগন্ধিযুক্ত যৌগকে কী বলা হয়?
- অজৈব যৌগ
- অ্যালিফোটিক যৌগ
- অ্যারোমেটিক যৌগ
- আয়নিক যৌগ
8442. নিচের কোনটি ফরমালিনের ব্যবহার?
- অগ্নি নির্বাপক
- চেতনানাশক
- জীবণুনাশক
- কীটনাশক
8443. C2H2 জৈব যৌগটিতে বিদ্যমান-
- কার্বন-কার্বন একক বন্ধন
- মুক্ত শিকল কাঠামো
- অসম্পৃক্ততা বৈশিষ্ট্য
8444. C2H5-O-C2H7 – O – CH3 যৌগদ্বয় পরস্পরের কী ধরনের সমাণু?
- কার্যকরী মূলক
- চেইন সমাণু
- টটোমারিজম
- মেটামারিজম
8445. প্রাণশক্তি মতবাদ’-এর জনক কে?
- রাদার ফোর্ড
- উইলার
- বার্জেলিয়াস
- ডাল্টন
8446. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: X একটি জৈব যৌগ যেটিকে সাধারণ পাতন প্রনালীতে বিশোধন করা যায়। X যৌগের বিশুদ্ধতার মানদন্ড কোনটি?
- স্থির গলনাঙ্ক
- আপেক্ষিক গুরুত্বের নির্দিষ্ট মান
- স্থির স্ফুটনাঙ্ক
- স্ফপিকাকৃতি
8447. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: X একটি জৈব যৌগ যেটিকে সাধারণ পাতন প্রনালীতে বিশোধন করা যায়। X যৌগের বিশোধনের ক্ষেত্রে-
- কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট একাধিক তরলে মিশ্রণের জন্য প্রযোজ্য নয়
- স্ফুটন তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে বিয়োজিত তরলের জন্য অপ্রযোজ্য
- স্বাভাবিক এবং কম তাপমাত্রায় বিয়োজিত তরলের জন্য প্রযোজ্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-রসায়ন ২য়পত্র-3 - এইচএসসি-রসায়ন ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 845"