মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 789
7881. s অরবিটালের আকৃতি কেমন?
- ডাম্বেল
- পিরামিড
- বর্তুলাকার
- চতুস্তলকীয়
7882. হাইড্রোজেন বন্ধন-
- শক্তিশালী বন্ধন
- তড়িৎঋণাত্মকতার পার্থক্য বিশিষ্ট দুটি মৌলে গঠিত হয়
- পানিতে বিদ্যমান
7883. যোজ্যতা স্তরে ২টি সংকর অরবিটাল থাকলে অপুর আকৃতি কীরূপ হয়?
- সরলরৈখিক
- চতুস্তলকীয়
- ত্রিভুজাকৃতির
- অষ্টমতলকীয়
7884. (2) B উপগ্রুপের মৌলের জটিল যৌগের গঠন হয় কেন?
- আয়নের আকার বড়
- নিম্ন নিউক্লিয়ার আধান
- d-অরবিটালের উপস্থিতি
- d-অরবিটালে অনপস্থিতি
7885. Na, Mg, Al এর মৌলসমূহের মধ্যে কোন প্রকার বন্ধন বিদ্যমান?
- ধাতব বন্ধন
- অধাতব বন্ধন
- আয়নিক
- সমযোজী
7886. যে সব শর্ত দ্বারা আয়নের পোলারায়নের পরিমাণ নির্ধারণ করা হয় তাদেরকে কী বলে?
- আউফবাউ নীতি
- পলির বর্জন নীতি
- হুন্ড নীতি
- ফাযানের নীতি
7887. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: M একটি ধাতু, যার পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে। মৌলটির পরমাণুর কেন্দ্রে 28টি প্রোটন রয়েছে। উক্ত মৌলটির সদৃশ কোন মৌলটির আয়নিত রূপ?
- Se +2
- Cr+3
- N1+2
- Cu+
7888. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: M একটি ধাতু, যার পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে। মৌলটির পরমাণুর কেন্দ্রে 28টি প্রোটন রয়েছে। M+2 এবং M+3 আয়ন এ-
- M+2 এর অযুগ্ম ইলেকট্রন রয়েছে 2টি
- M+3 এর অযুগ্ম ইলেকট্রন রয়েছে 1টি
- জটিল যৌগ গঠনে সক্ষম
7889. He এর কোনটি পূর্ণ থাকে?
- অষ্টক
- দ্বিত্ব
- সকল শক্তিস্তর
- অন্ত:স্থ শক্তি স্তর
7890. ইলেকট্রনের কয় ধরনের গতি আছে?
- এক ধরনের
- দুই ধরনের
- তিন ধরনের
- চার ধরনের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন - এইচএসসি-রসায়ন ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 789"