মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 787
7861. অবস্থান্তর ধাতুর একক পরমাণুতে ৫টি ইলেকট্রন সমশক্তি স্তরে থাকলে তাকে বলা হয়-
- জেনারেটর
- ডিজেনারেট
- নন-ডিজেনারেট
- (ক+খ)
7862. ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন এর বিকতি মূলত-
- আয়নিকরণ
- সমাণুকরণ
- পোলারায়ন
- সরলীকরণ
7863. একই গ্রুপের উপর থেকে নিচে পারমানবিক ব্যাসার্ধ-
- কমে
- বাড়ে
- বাড়ে ও কমে
- স্থির থাকে
7864. কোনটি Fe+2 এর আধুনিক নাম?
- আয়রন (2)
- ফেরাস
- আয়রন (2)
- ফেরিক
7865. যৌগের কেন্দ্রীয় পরমাণুটি sp সংকরিত আকৃতি কেমন হয়?
- পিরামিড
- ত্রিমোণাকার
- সরলরৈখিক
- বর্গাকার
7866. Ca ও Mg কী প্রকৃতির ধাতু?
- ক্ষার
- মৃৎক্ষার
- অবস্থান্তর
- মুদ্রা
7867. অ্যাকটিনাইড সিরিজের মৌলগুলো তেজস্ক্রিয় কেন?
- ধাতব ধর্মের কারণে
- গলনাঙ্ক বেশি বলে
- ঘনত্ব বেশি বলে
- তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে
7868. কোনটি অ্যালিফেটিক হাইড্রোকার্বনের C5-C17 এর ভৌত অবস্থা?
- গ্যাস
- তরল
- কঠিন
- প্লাজমা
7869. L1,Na, K এগুলো কী ধাতু নামে পরিচিত?
- মৃৎক্ষার ধাতু
- ক্ষার ধাতু
- বিরল মৃত্তিকা
- অপধাতু
7870. একই পর্যায়ের বাম হতে ডানে আয়নিকরণ শক্তির কীরূপ পরিবর্তণ ঘটে?
- বাড়ে
- কমে
- অপরিবর্তিত থাকে
- সমান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মৌলের-পর্যায়বৃত্ত-ধর্ম-ও-রাসায়নিক-বন্ধন - এইচএসসি-রসায়ন ১মপত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 787"