গুণগত-রসায়ন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 781
7801. মাইক্রো অ্যানালাইটিক্যালে পূর্বে কোন সনাক্তকরণ পদ্ধতিটি ব্যবহার করা হত?
- Mass Spectroscopy
- H2S গ্যাস দ্বারা অধ:ক্ষেপ তৈরি
- Gas chromato graphy
- Atom1c Absorpt1on Spectroscopy/
7802. 1000 C বা তার কম তাপমাত্রায় উত্তপ্ত করতে কোনটি ব্যবহৃত হয/
- কনিক্যাল ফ্লাস্ক
- পোর্সেলিন বাটি
- মর্টার
- ক্রুসিবল
7803. কোন পদার্থের পাত্রের মুখ খোরা রাখা যাবে না?
- NaC1
- C2H5OH
- CC14
- H2O
7804. কোন ধরনের ল্যাবরেটরিতে এপ্রন পরিধানের প্রয়োজনীয়তা অধিকতর?
- অজৈব রসায়ন
- জৈব রসায়ন
- বিশ্লেষণীয় রসায়ন
- ভৌত রসায়ন
7805. ল্যাবরেটরিতে কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
- মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি
- সেমিমাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি
- অ্যানালাইটিক্যাল পদ্ধতি
- নরমাল পদ্ধতি
7806. পল-বুঙ্গি ব্যালেন্সের স্তম্ভের ভিতরে থাকে?
- জিঙ্ক ডাস্ট
- সিলিকা জেল
- সীসা
- ধাতব যন্ত্র
7807. লেভেলিং ঠিক হলে একই বরাবর থাকবে-
- দোলন বিন্দুর কাঁটা
- স্থির বিন্দুর কাঁটা
- তুলাদন্ড�
7808. মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি-
- সেন্টিগ্রাম পদ্ধতির অভিন্ন
- ব্যবহারে বস্তু 5mg ও আয়তন 0.1m1 যথেষ্ট
- একে স্পট অ্যানালােইসিস বলে
7809. রাসায়নিক পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে কোনটি অনুসরণ করা হয়?
- বর্ণমালার ক্রম
- সক্রিয়তার ক্রম
- ব্যবহারের আধিক্য
- পাত্রের আকার
7810. বর্তমানে পল-বুঙ্গির বিম তৈরিতে কী ব্যবহৃত হয়?
- অ্যালুমিনিয়াম
- পিতল
- ইস্পাত
- অ্যালুমিনিয়াম সংকর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।