গুণগত-রসায়ন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 779
7781. ব্যুরেট রিনসিং বলতে কী বোঝায়?
- ব্যুরেটের সাবান ফেনা দূর করতে পানি বা অন্য পরিষ্কারক দিয়ে ধুয়ে ফেলা
- ব্যুরেটকে পানি দিয়ে ধুয়ে নেওয়া
- ব্যুরেটকে পাতিত পানি দিয়ে ধুয়ে নেওয়া
- ব্যুরেটকে তাপ দিয়ে শুকানো
7782. ল্যাবরেটরিতে গ্যাসের বন্ধোবস্ত না থাকলে কী ব্যবহার করতে হয়?
- ড্রীম ল্যাম্প
- স্পিরিট ল্যাম্প
- হ্যান্ড ল্যাম্প
- টিউব ল্যাম্প
7783. সেমি-মাইক্রো অ্যানালাইসিসের জন্য কতটুকু দ্রবণ যথেষ্ট?
- 5 mL
- 4 mL
- 3 mL
- 1 mL
7784. মেজারিং ফ্লাস্ক কী দ্বারা তৈরী?
- কাচ
- অ্যাসবেস্টস
- প্লাস্টিক
- কপার
7785. হলুদ ফসফরাসকে রাখা হয় কার নিচে?
- পানির নিচে
- তেলের নিচে
- গ্যাসের নিচে
- মাটির নিচে
7786. ক্ষয়কারী পদার্থের pH কত থাকে?
- 2.5 এর বেশি ও 12.5 এর কম
- 2.5 এর কম ও 12.5 এর বেশি
- 2.5 এর কম ও 12.5 এর
- 2.6 এর বেশি ও 12.5 এর কম
7787. পল-বুঙ্গি ব্যালেন্সের বেদীতে কয়টি স্ক্রু থকে
- তিনটি
- দুইটি
- চারটি
- পাঁচটি
7788. লেভেলিং ঠিক হলে একই বরাবর থাকবে-
- দোলন বিন্দুর কাঁটা
- স্থির বিন্দুর কাঁটা
- তুলাদন্ড�
7789. ব্যুরেটের গায়ে কোন স্কেলের দাগ কাটা থাকে?
- mL
- L
- cm3
- dm3
7790. মানব দেহের জন্য নিরাপদ দ্রাবক কোনটি?
- ক্লোরোফার্ম
- বেনজিন
- ইথাইল ল্যাকটেট
- অ্যাসিটোন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "গুণগত-রসায়ন - এইচএসসি-রসায়ন ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 779"