গুণগত-রসায়ন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 775
7741. মাইক্রো অ্যানালাইসিসে বিশ্লেষিত রাসায়নিক উপাদানের পৃষ্ঠতল-
- 2 cm2
- 5 cm2
- 1 cm2 এর চেয়ে বেশি
- 1 cm2 এর চেয়ে কম
7742. কোন যৌগটি উদ্ধায়ী?
- অ্যাসিটোন
- আর্সেনিক
- পারদ
- ব্রাইন
7743. K2CO3-কে কোন বিষাক্ত উপাদানের পরিবর্তে ব্যবহার করা যায়?
- KC1
- C6H6
- CHC13
- PbCrO4
7744. জ্বালানি গ্যাসের সম্পূর্ণ দহন হলে কোন কণা অবশিষ্ট থাকে না?
- অক্সিজেন কণা
- ফসফরাস কণা
- কার্বণ
- সালফার কণা
7745. ল্যাবরেটরিতে ওয়াশ বোতলের ব্যবহার কী?
- রাসায়ানিক পদার্থ স্থানান্তরের জন্য
- রাসায়নিক বিক্রিয়া সংঘটনে পাত্র হিসেবে
- ধৌতকরণের কাজে
- পরিমাপক যন্ত্র হিসেবে
7746. ওয়াস বোতলের 15cm দীর্ঘ কাচনলের মাঝখানে কত কোণে বাঁকানো হয়?
- 900
- 1200
- 1800
- 2700C
7747. সালফারের কোন যৌগটি এসিড বৃষ্টির জন্য অন্যতম?
- CO
- SO2
- H2S
- Na2S2O3
7748. রক্ষিত উপাদানের রেকর্ড কপি ফায়ার সার্ভিসে সরবরাহ করা-
- খুবই জরুরি
- কম জরুরি
- জরুরি নাই
- জরুরি
7749. পরীক্ষাগারে লিবিগ শীতক কোন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট?
- অনুমাপন
- ভরমাত্রিক বিশ্লেষণ
- পাতন
- কেলাসন
7750. দুর্বল ক্ষার কেনটি
- বেরিলিয়াম হাইড্রক্সাইড
- পটাসিয়াম হাইড্রক্সাইড
- ক্যালসিয়াম হাইড্রক্সাইড
- সোডিয়াম হাইড্রক্সাইড
গুণগত রসায়ন | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "গুণগত রসায়ন - এইচএসসি রসায়ন ১মপত্র"