এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 768
7671. এবে পাপপূর্ণ-। শূন্যস্থানে উপযুক্ত শব্দ কোনটি?
- দেবকুল
- মানবকুল
- লঙ্কাপুরী
- নগরী
7672. মধুসূদন দত্তের রচিত সাহিত্যের প্রধান সুর হলো-
- দেশপ্রেম
- স্বাধীনতার চেতনা
- নারী-জাগরণ
- সবগুলো
7673. ‘সহিছ’ বলতে কী বোঝায়?
- সহিত
- সহ্য করছ
- সুজনতাসুবিধা নে
- য়া”;}}
7674. বাংলা কাব্যজগতে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্ঠা বা প্রবর্তক কোন কবি?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সতেন্দ্রনাথ দত্ত
- মাইকেল মদুসূদন দত্ত
- জীবনানন্দ দাশ
7675. মাইকেল মধুসূদন দত্তের মুত্যু তারিখ হিসেবে সঠিক কোনটি?
- ১৯ জুন ১৮৭০
- ২৯ জুন ১৮৭০
- ১৯ জুন ১৮৭৩
- ২৯ জনু ১৮৭৩
7676. মেঘনাদের প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বিভীষণ উত্তর দেয়-
- লজ্জিত হয়ে
- মলিন বদনে
- মন্ত্রপূত সাপের মতো নত মস্তকে
- সবগুলো
7677. রাক্ষসদের জন্মপুরে ‘বনবাসী’ বলা হয়েছে কাকে?
- বিভীষণকে
- রামকে
- লক্ষ্মণকে
- মেগনাদকে
7678. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটি কোন ছন্দে রচিত?
- মাত্রাবৃত্ত
- অক্ষরবৃত্ত
- স্বরবৃত্ত
- অমিল ছন্দ
7679. বাসবত্রাস কে?
- বিভীষণ
- লক্ষ্মণ
- মেঘনাদ
- রাবণ
7680. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটিতে কে কাকে রক্ষোমণি বলে সম্বোধন করে?
- রাবণ মেঘনাদকে
- বিভীষণ মেঘনাদকে
- মেঘনাদ রাবণকে
- মেঘনাদ বিভীষণকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-2 - এইচএসসি-বাংলা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 768"