এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 767
7661. “মেঘনাদবধ-কাব্য’টি নয়টি সর্গে রচিত”- এখানে সর্গ বলতে কী বোঝায়?
- বেহেশত
- অধ্যায়
- রাস্তা বা সড়ক
- দোজখ
7662. ‘অরিন্দম’ বলতে কাকে বোঝানো হয়েছে?
- রামকে
- রাবণকে
- বিভীষণকে
- মেগনাদকে
7663. কবি ছাড়া, মধুসূদন দ্ত্ত অন্য কোন পরিচয়ে স্বনামধন্য ছিলেন?
- নাট্যকার
- প্রাবন্ধিক
- গীতিকার
- ধর্ম বিদ্রোহী
7664. ‘বাসব’-এর অন্য নাম কী ছিল?
- রাবণের সহোদর
- দেবতাদের রাজা ইন্দ্র
- মেঘনাদ
- বিভীষণ
7665. উদ্দীপকের উল্লিখিত দিকটি কোন চরণটি সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
- নিজ গৃহপথ
- তত দেখা তস্করে?
- গতি যার নীচ সহ নীচ যে দুর্মতি
- চন্ডালে বসা আনি রাজার আলয়ে?
A,C
7666. পৃথিবীর কোন সমার্থক শব্দটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটিতে ব্যবহৃত হয়েছে?
- বসুন্ধরা
- ধরণি
- বসুধা
- বিশ্ব
7667. “পর: পর: সদা” বাক্যের মর্মার্থ কী?
- আপন কখনো পর হয় না
- পর কখনো আপন হয় নাপর গুণবান হলে
- সর্বদা পরশত্রু গুণবান হলে
- ক্ষতি”;}}
7668. ‘মজাইলা’ শব্দটির অর্থ কী?
- মজে যা
- য়ানষ্ট করলে
- বিপদগ্রস্ত করলে
- আনন্দফুর্তি করলে
7669. লঙ্কাপুরী কালসলিলে ডুবে গেলে বিভীষণ কোথায় আশ্রয় নেয়?
- মেঘনাদের যজ্ঞাগারে
- রাবণের পদাশ্রয়ে
- রাঘব বা রামের পদাশ্রয়ে
- পাতালপুরীতে
7670. ‘এবে’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
- এবং
- এখন
- এমন
- এভাবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।