এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা(১ম)-উপন্যাস-লালসালু-মডেল টেস্ট অনুশীলন – 761
7601. মজিদ কার চোখে ভয় দেখেছেন?
- জমিলা
- আমেনা
- রহিমা
- হাসুনির মা
7602. ঢেঙা বুড়ো গ্রাম ছেড়েছিল কেন?
- ভয়ে
- লজ্জায়
- অভিমানে
- রাগে
7603. মজিদ চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?
- পীর
- দরবেশ
- ধর্মভীরু
- ধর্মব্যবসায়ী
7604. রহিমা চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
- শক্তিমান
- ধৈর্যশীল
- কঠোর
- প্রতিবাদী
7605. আমেনা বিবি কীসে চড়ে মজিদের কাছে গিয়েছিল?
- পালকি
- ভ্যান
- রিকশা
- ঘোড়ার গাড়ি
7606. মজিদের মতে কাকে কষ্ট দেয়া গুনাহ?
- মাটি
- বৃক্ষ
- প্রকৃতি
- শত্রু
7607. হাসুনরি মা বাড়িতে যেতে চায় না কেন?
- স্বামীর ভয়ে
- বাবার ভয়ে
- মায়ের ভয়ে
- ভাইদের ভয়ে
7608. সৈয়দ ওয়ালীউল্লাহ কর্মসূত্রে বিভিন্ন দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন কোথায় কর্মরত ছিলেন?
- ভারতে
- ইরাকে
- ইরানে
- প্যারিসে
7609. মজিদ হাসপাতালে গিয়েছিল কেন?
- সমবেদনা প্রকাশে
- বয়ান দিতে
- ডাক্তার দেখাতে
- রোগীর সঙ্গে আলাপ করতে
7610. মজিদের ডাকের স্বরে সর্বদা কোনটি বিদ্যমান?
- মধু
- হিংসা
- করুণা
- প্রভুত্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আরো পড়ুন:
এইচএসসি – বাংলা(১ম) – গদ্য- মাসি পিসি – মডেল টেস্ট অনুশীলন – 653
এইচএসসি – বাংলা(১ম) – গদ্য – জীবন ও বৃক্ষ – মডেল টেস্ট অনুশীলন – 651
এইচএসসি – বাংলা(১ম) – গদ্য – জীবন ও বৃক্ষ – মডেল টেস্ট অনুশীলন – 652
0 responses on "এইচএসসি-বাংলা(১ম)-উপন্যাস-লালসালু-মডেল টেস্ট অনুশীলন - 761"