এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য-6-নূরলদীনের-কথা-মনে-পড়ে-যায় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 728
7271. নূরলদীন মূলত কাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন?
- ফরাসিদের বিরুদ্ধে
- ইংরেজদের বিরুদ্ধে
- পাকিস্তানিদের বিরুদ্ধে
- জমিদারদের বিরুদ্ধে
7272. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ব্রহ্মপুত্রে কী মেশার কথা বলা হয়েছে?
- পানি
- নদীর অশ্রু
- আশা
- বেদনা
7273. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ইঙ্গিতবহ?
- সেই অস্ত্র
- ফেব্রুয়ারি ১৯৬৯
- নূরলদীনের কথা মনে পড়ে যায়
- ঐকতান
7274. রোকেয়া সাখা,য়াত , উক্ত চরিত্রের সংগ্রামের বৈসাদৃশ্য কোথায়?
- সময়ের
- প্রেক্ষাপটের
- মুক্তির
- আন্দোলনের
7275. সম্পর্কিত দিকটির প্রেক্ষাপট নির্মাণে কোন চরণটি ব্যবহৃত হয়েছে?
- ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার।
- অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরোজায়।
- নূরলদীনের কথা মনে পড়ে যায়।
- জাগো বাহে কোনঠে সবায়?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-পদ্য-6-নূরলদীনের-কথা-মনে-পড়ে-যায় - এইচএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 728"