এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য-3-বায়ান্নর-দিনগুলো – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 612
6111. ‘সুপারিনটেনডেন্ট’ শব্দটির অর্থ কী?
- রক্ষক
- তত্ত্বাবধায়ক
- দলনেতা
- হিসাবরক্ষক
6112. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টার সময় নারায়ণগঞ্জ লঞ্চ স্টেশনে পৌঁছেছিলেন?
- ৯টা
- ১০টি
- ১১টা
- ১২টা
6113. বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নে,য়া হয়েছিল কীসে করে?
- ঘোড়ার গাড়িতে
- নৌকায়
- জাহাজে
- ট্যাক্সিতে
6114. কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই কীসের স্লোগান দেয়?
- স্বাধিকার আদায়ের
- ভাষা আন্দোলনের
- পরীক্ষা বন্ধের
- কলেজ প্রতিষ্ঠার
6115. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে শান্তি আছে?
- নীরব সাধনায়
- অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে
- সংঘ্রামশীলতায়
- স্বাধীনতা যুদ্ধে
6116. ফরিদপুরে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে কোথায় এসেছিল?
- জেলগেটে
- কলেজগেটে
- রাজপথে
- লঞ্চঘাটে
6117. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় অনশন ধর্মঘট করেছিলেন কেন?
- মুক্তির জন্য
- দেশের জন্য
- কারাবন্দিদের জন্য
- মাতৃভাষার জন্য
6118. পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে কী বলে?
- মারাঠি
- বেলুচি
- পাঞ্জাবি
- পাকিস্তানি
6119. রেণু কে?
- বঙ্গবন্ধুর স্ত্রী
- মহিউদ্দিনের বোন
- দলীয় নেত্রী
- জেল সুপার
6120. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী পান করে অনশন ভেঙেছিলেন?
- পানি
- স্যালাইন
- শরবত
- ডাবের পানি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।