প্রাণীর-আচরণ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 490
4891. চামচঠোঁটি কাদাখোচা পাখি কোন দেশ থেকে বাংলাদেশে আসে?
- জাপান
- ফিনল্যান্ড
- রাশিয়া
- নিউজিল্যান্ড
4892. কোন মৌমাছিটি হুল ফুটিয়ে শত্রু দমন করে?
- রাণী মৌমাছি
- অপত্য মৌমাছি
- পুরুষ মৌমাছি
- কর্মী মৌমাছি
4893. একটি রাণী মৌমাছি-
- প্রতিদিন ১০০০-১৫০০ ডিম পাড়ে
- ২-৬ বৎসর বাঁচে
- কলোনীতে ডিম পাড়া ছাড়া অন্য কোন কাজ করতে অক্ষম
A,C
4894. শিম্পাঞ্জি কোন উদ্দীপক ব্যবহার করে অন্য প্রাণীদের আকর্ষণ করে?
- রাসায়নিক উদ্দীপক
- শব্দ উদ্দীপক
- দর্শন উদ্দীপক
- স্পর্শ উদ্দীপক
4895. শীতকালে কত প্রজাতির পাখি বাংলাদেশে আসে?
- প্রায় ১৫০ প্রজাতির
- প্রায় ২০৯ প্রজাতির
- প্রায় ২২৫ প্রজাতির
- প্রায় ২৩৫ প্রজাতির
4896. একটি রাণী মৌমাছি কতজন কর্মী মৌমাছিকে নেতৃত্ব দেয়?
- কয়েকশ
- কয়েক হাজার
- কয়েক কটি
- দশ হাজার
4897. পাখির ডিম রক্ষণাবেক্ষণ কোন আচরণ প্রকাশ করে?
- বিগ্রহ আচরণ
- মৈথুন আচরণ
- সঞ্চয় আচরণ
- বাৎসল্য আচরণ
4898. কর্মী মৌমাছির রং কেমন?
- কালো
- সাদা
- কালচে নীল
- হলুদাভ
4899. রানী মৌমাছি কত বছর বাঁচে?
- 42769
- 42772
- 42770
- 42771
4900. পাভলভকে চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে?
- 1904
- 1940
- 1944
- 1914
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "প্রাণীর-আচরণ - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-12"