এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 341
3401. সংগঠন কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয় –
- নমনীয়তা
- সরলতা
- ব্যয় সংকোচন
3402. মেট্রিক্স সংগঠন যে ধরনের বিভাগীয়করণের সুবিধা অর্জনের জন্য গঠিত হয় তা হলো-
- কার্যভিত্তিক
- প্রকল্পভিত্তিক
- দ্রব্যভিত্তিক
A,B,C
3403. জামাল মোল্লা একটি জুস কোম্পানিতে রৈখিক নির্বাহী হিসেবে কর্মরত এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এক্ষেত্রে কাঠামোটি হলো-
- সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন
- সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠন
- সরলরৈখিক ও রৈখিক নির্বাহী সংগঠন
A,B
3404. রাব্বী হোসেনের প্রতিষ্ঠানের নির্বাহীগণ সকল কাজে প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। এতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কোনটি অর্জন করতে পারবে?
- দক্ষতা
- কর্তৃত্ব
- বিশেষজ্ঞতা
- মিতব্যয়িতা
3405. আনুষ্ঠানিক সংগঠন –
- সরলরৈখিক
- কার্যভিত্তিক
- বিশেষজ্ঞ
A,B,C
3406. ব্যবস্থাপনা সংগঠনের উদ্দেশ্য হলো –
- উপকরণ একত্রিকরণ
- মান নির্ধারণ
- দায়িত্ব অর্পণ
A,C
3407. নিম্নের কোন সংগঠনকে সামরিক সংগঠনের সঙ্গে তুলনা করা হয়?
- সরলরৈখিক সংগঠন
- সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন
- কার্যভিত্তিক সংগঠন
- মেট্রিক্স সংগঠন
3408. সর্বগুণমন্ডিত নির্বাহীর দরকার হয় –
- সরলরৈখিক সংগঠনে
- কার্যভিত্তিক সংগঠনে
- কমিটি সংগঠনে
3409. কমিটি সংগঠনে অধিক ক্ষমতাবান সদস্য থাকলে কোনটি ঘটে?
- ব্যয় বেশি হয়
- দায়িত্বের অবহেলা ঘটে
- গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস
- অন্যের ওপর প্রভাব খাটোনো
3410. সংগঠনের কাজ হলো –
- কর্তৃত্ব ও দায়িত্ব বন্টন
- শ্রেণিবদ্ধকরণ
- নিয়ন্ত্রণ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।