রাষ্ট্রীয়-ব্যবসায় – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 256

রাষ্ট্রীয়-ব্যবসায় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 256

2551. রাষ্ট্রীয় ব্যবসায়ে কিসের প্রভাব বেশি?

  1. আমদানি-রপ্তানির
  2. গণতন্ত্র
  3. মুনাফা গঠনের
  4. আমলাতন্ত্রের

2552. BTCL’ কী পরিমাণ ল্যান্ড লাইন গ্রাহককে সেবা প্রদান করেছে?

  1. প্রায় ১০ লক্ষ
  2. ৯ লক্ষ
  3. ১০ লক্ষ
  4. ১১ লক্ষ

2553. যৌথমালিকানায় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকারের কমপক্ষে কতটুকু মালিকানা থাকতে হবে?

  1. 0.9
  2. 0.51
  3. 0.5
  4. 0.49

2554. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য –

  1. মুনাফা অর্জন
  2. সম্পদের সুষম বন্টন
  3. সামাজিক কল্যাণ

2555. কিছু পণ্যের উৎপাদন ক্ষমতা সরকারের নিকট রাখা জরুরি কেন?

  1. গোপনীয়তা রক্ষার্থে
  2. জাতীয় স্বার্থ রক্ষার্থে
  3. অধিক মুনাফা ভোগে
  4. ক্ষমতা বৃদ্ধিতে

2556. বিআরটিসি – এর প্রধান কাজ হলো –

  1. বাস ও ট্রাকের ভাড়া নির্ধারণ
  2. ড্রাইভিং লাইসেন্স প্রদান
  3. মোটরিং স্কুল নিবন্ধন

2557. PPP – তে কোন খাতকে সেবা তৈরির জন্য সরকার নিবন্ধন দিয়ে থাকে?

  1. রাষ্ট্রীয়
  2. বেসরকারি
  3. জাতীয়
  4. আন্তর্জাতিক

2558. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা?

  1. কর্মসংস্থানের সুযোগ
  2. ব্যসস্থাপনার অদক্ষতা
  3. স্বজনপ্রীতি
  4. অপচয় বৃদ্ধি

2559. বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য জাতীয় সংসদে কাকে জবাবদিহি করতে হয়?

  1. প্রধানমন্ত্রীকে
  2. শিল্পমন্ত্রীকে
  3. শিল্প সচিবকে
  4. সরকারকে

2560. রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষতি কে বহন করে?

  1. ব্যবস্থাপকগণ
  2. পরিচালকগণ
  3. গ্রাহকগণ
  4. সরকারি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline