সমবায়-সমিতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 250
2491. চাঁদপুরের ৫০ জন জেলে একত্রে নদী হতে ইলিশ মাছ ধরেন। স্বতন্ত্রভাবে নিজেরা ঢাকার কাওরান বাজারে বিক্রি করলে ভালো মূল্য পান না। তাই তারা সুসংগঠিত হয়ে মাছ বিক্রয়ের কথা ভাবছেন।কোন ধরনের সংগঠনের অবর্তমানে চাঁদপুরের জেলেরা মাছের ন্যায্যমূল্য হতে বঞ্চিত হন?
- অংশীদারি
- যৌথ মূলধনী
- রাষ্ট্রীয়
- সমবায়
2492. রূপনগর গ্রামের ১২ জন ক্ষুদ্র আয়ের লোক সিদ্ধান্ত গ্রহণ করল স্বল্পমূল্যে ত্যি প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্যে তারা একটি সমবায় সমিতি গঠন করবে।উদ্দীপকের সমবায় সমিতিটি কোন প্রকৃতির হবে?
- উৎপাদক সমবায় সমিতি
- ভোক্তা সমবায় সমিতি
- ক্রয় সমবায় সমিতি
- বহুমুখী সমবায় সমিতি
2493. উক্ত সমবায় সমিতি থেকে সদস্যগণ যেসব সুবিধা পাবেন-
- ন্যায্যমূল্য পণ্য প্রাপ্তি
- বিপনন সুবিধা
- সদস্যদের আর্ন বৃদ্ধি
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।