যৌথ-মূলধনী-ব্যবসায় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 237
2361. যৌথ মূলধনী ব্যবসায় চালু হয়েছিল –
- সনদ প্রাপ্ত কোম্পানি হিসেবে
- রাণীর অনুমতি নিয়ে
- মেয়রের অনুমতি নিয়ে
A,B
2362. কোম্পানি নিবন্ধনের জন্য বেশি প্রয়োজন?
- কোম্পানির বিবরণপত্র
- স্মারকলিপি
- সংঘ-বিধি
- মানপত্র
2363. যে স্টকে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ এবং মূলধন ফেরত সম্বন্ধে স্টক মালিকদের নিশ্চয়তা প্রদান করা হয় তাকে কী বলে?
- ঋণপত্র স্টক
- সরকারি স্টক
- অগ্রাধিকার স্টক
- প্রতিশ্রুতি স্টক
2364. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা?
- একমালিকানা সংগঠনের
- অংশীদারি সংগঠনের
- যৌথ মূলধনী সংগঠনের
- পাইকারি সংগঠনের
2365. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়?
- প্রাইভেট লিমিটেড কোম্পানি
- পাবলিক লিমিটেড কোম্পানি
- অসীম দায়সম্পন্ন কোম্পানি
- সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি
2366. কোন পত্রকে কোম্পানির জন্ম সনদ (B1rth Cert1f1cate) বলে?
- প্রত্যয়নপত্র
- নিবন্ধনপত্র
- বিবরণপত্র
- কার্যারম্ভের অনুমতি পত্র
2367. পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে কারা উদ্যোগ নেন?
- কতিপয় সমমনা ব্যক্তি
- কয়েকজন প্রবর্তক
- শেয়ার হোল্ডারগণ
- কয়েকজন অবসর প্রাপ্ত কর্মচারি
2368. সম্পত্তি বন্ধক রেখে বন্ধকী ঋণপত্র গ্রহণ করা হলে ঋণগ্রহীতাগণ নিশ্চয়তা লাভ করে –
- ঋণের আসল পাওয়ার
- ঋণের সুদ পাওযার
- কমিশন পাওয়ার
A,B
2369. কোম্পানির গঠন প্রণালি কতটি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৬টি
2370. কোন ব্যবসায় প্রতিষ্ঠানে একসাথে অধিক লোকের কর্মসংস্থান হয়?
- অংশীদারি
- যৌথমূলধনী
- রাষ্ট্রীয়
- সমবায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।