যৌথ-মূলধনী-ব্যবসায় – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র

 

যৌথ-মূলধনী-ব্যবসায় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 237

2361. যৌথ মূলধনী ব্যবসায় চালু হয়েছিল –

  1. সনদ প্রাপ্ত কোম্পানি হিসেবে
  2. রাণীর অনুমতি নিয়ে
  3. মেয়রের অনুমতি নিয়ে

2362. কোম্পানি নিবন্ধনের জন্য বেশি প্রয়োজন?

  1. কোম্পানির বিবরণপত্র
  2. স্মারকলিপি
  3. সংঘ-বিধি
  4. মানপত্র

2363. যে স্টকে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ এবং মূলধন ফেরত সম্বন্ধে স্টক মালিকদের নিশ্চয়তা প্রদান করা হয় তাকে কী বলে?

  1. ঋণপত্র স্টক
  2. সরকারি স্টক
  3. অগ্রাধিকার স্টক
  4. প্রতিশ্রুতি স্টক

2364. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা?

  1. একমালিকানা সংগঠনের
  2. অংশীদারি সংগঠনের
  3. যৌথ মূলধনী সংগঠনের
  4. পাইকারি সংগঠনের

2365. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়?

  1. প্রাইভেট লিমিটেড কোম্পানি
  2. পাবলিক লিমিটেড কোম্পানি
  3. অসীম দায়সম্পন্ন কোম্পানি
  4. সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি

2366. কোন পত্রকে কোম্পানির জন্ম সনদ (B1rth Cert1f1cate) বলে?

  1. প্রত্যয়নপত্র
  2. নিবন্ধনপত্র
  3. বিবরণপত্র
  4. কার্যারম্ভের অনুমতি পত্র

2367. পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে কারা উদ্যোগ নেন?

  1. কতিপয় সমমনা ব্যক্তি
  2. কয়েকজন প্রবর্তক
  3. শেয়ার হোল্ডারগণ
  4. কয়েকজন অবসর প্রাপ্ত কর্মচারি

2368. সম্পত্তি বন্ধক রেখে বন্ধকী ঋণপত্র গ্রহণ করা হলে ঋণগ্রহীতাগণ নিশ্চয়তা লাভ করে –

  1. ঋণের আসল পাওয়ার
  2. ঋণের সুদ পাওযার
  3. কমিশন পাওয়ার

2369. কোম্পানির গঠন প্রণালি কতটি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়?

  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি

2370. কোন ব্যবসায় প্রতিষ্ঠানে একসাথে অধিক লোকের কর্মসংস্থান হয়?

  1. অংশীদারি
  2. যৌথমূলধনী
  3. রাষ্ট্রীয়
  4. সমবায়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline