ব্যবসায়-পরিবেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 216
2151. সুমি আহমেদ হাঁস-মুরগি প্রজনন ব্যবসায়ের মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে তুলেছেন। তিনি ঋণ করে ব্যবসায় শুরু করলেও ব্যবসায়ের মুনাফা থেকে ঋণ পরিশোধ করতে সমর্থ হয়েছেন।সুমি আহমেদের ঋণ ব্যবস্থা কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
- প্রাকৃতিক
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- সামাজিক
2152. সুমি আহমেদের ব্যবসায়টি কীসের অন্তর্ভুক্ত?
- প্রাথমিক শিল্প
- গৌণ উৎপাদন
- সেবা কর্ম
- সম্পদ প্রক্রিয়াজাতকরণ
2153. ব্যবসায় প্রবর্তন ও পরিচালনার জন্য কোনটি মূলধন হিসেবে ব্যবহৃত হয়?
- অর্থ ও ব্যাংকের টাকা
- অর্থ ও ঋণ
- অর্থ ও সম্পদ
- অর্থ ও শ্রম
2154. বাংলাদেশের বন্ধ পাটকল চালুকরণের জন্যে মূলধন সরবরাহ করা হয়েছে। এর পেছনে রয়েছে-
- বিদেশে বাজার সৃষ্টি
- শিল্প নীতি
- সরকারি নীতিমালা
B,C
2155. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় যেসব উপাদনি নিয়ে সেগুলো হলো-
- জলবায়ু
- দেশীয় ঐতিহ্য
- ভৌগলিক অবস্থান
A,C
2156. উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন ধরনের পরিবেশের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে?
- প্রাকৃতিক
- সামাজিক
- বিজ্ঞান ও প্রযুক্তিগত
- সাংস্কৃতিক
2157. উদ্দীপকে বর্ণিত বিপর্যয় থেকে রক্ষায় সরকারের করণীয় হলো-
- ট্যানারি শিল্প বন্ধ করে দেওয়া
- দূষিত বর্জ্য পরিশোধন নিশ্চিতকরণ
- পরিবেশ দূষণকারী শিল্প স্থানান্তরের ব্যবস্থা করা
A,C
2158. কোন দেশের অর্থনৈতিক কর্মকান্ড তার জনসংখ্যার ওপর নির্ভরশীল। সমাজের মানুষ একদিকে উৎপাদনকারী অন্যদিকে ভোক্তা। জনশক্তি উৎপাদনের একটি অপরিহার্য উপাদান। তাই মানুষ একটি সম্পদও বটে। তাই সমাজের জনগণের ধ্যান-ধারণা, শিক্ষা-দীক্ষা ও আচার-আচরণ ব্যবসায়ের অনুকূল হওয়া অত্যাবশ্যকীয়।মানুষ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
- অর্থনৈতিক
- সামাজিক
- রাজনৈতিক
- প্রাকৃতিক
2159. মানুষের ধ্যান ধারণা ব্যবসাযের প্রতিকূল হলে ব্যবসায়ের ক্ষেত্রে কোন কথাটি সত্য হবে?
- জনশক্তি ছাড়াও উৎপাদন সম্ভব
- রাজনৈতিক পরিবেশ প্রতিকূল হবে
- ব্যবসায়ের উন্নয়ন সম্ভব
- ব্যবসায়ের উন্নয়ন সম্ভব নয়
2160. আফজাল সাহেব বাবার সহযোগিতায় ব্যবসায় স্থাপনের চিন্তাভাবনা করেন। তার যথাযথ মূলধন থাকার পরেও বিভিন্ন ধরনের নিয়ম-কানুন প্রয়োজনীয় জ্ঞানের অবাব এবং দক্ষ শ্রমিক ইত্যাদি কারণে তিনি ব্যবসায় শুরুর পূর্বেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মূখীন হন।আফজাল সাহেব ব্যবসায়ের ক্ষেত্রে কী কারণে সমস্যায় পড়েন?
- মূলধনের অভাব
- জনশক্তির অভাব
- পরিকল্পনার অভাব
- প্রযুক্তিগত প্রশিক্ষণের অভাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়-পরিবেশ - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 216"