ব্যবসায়-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 208

ব্যবসায়-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 208

2071. জনাব আসাদ বুড়িগঙ্গা নদীর তীরে একটি শিল্পকারখানা স্থাপন করেছেন। তবে তিনি তার কারখানার বর্জ্য নদীতে ফেলেন না। তিনি তার কারখানার বর্জ্য অপসারণের যন্ত্রপাতি বসিয়েছেন। কারণ তিনি পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন।উদ্দীপকের জনাব আসাদ তার কারখানার বর্জ্য পানিতে ফেললে কী ধরনের দূষণের সৃষ্টি হতো?

  1. শব্দ দূষণ
  2. পানি দূষণ
  3. বায়ু দূষণ
  4. মাটি দূষণ

2072. পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের কোন মন্ত্রণালয় কাজ করে?

  1. পরিবেশ মন্ত্রণালয়
  2. কৃষি ও বন মন্ত্রণালয়
  3. শিল্প মন্ত্রণালয়
  4. বিমান ও পর্যটন মন্ত্রণালয়

2073. শিল্পকারখানার বর্জ্য অপসারণে কোন যন্ত্রপাতি বসানো বাধ্যতামূলক?

  1. EFT
  2. CFT
  3. ETP
  4. কোনোটিই নয়

2074. পরিবেশকে দূষনের হাত থেকে বাঁচাতে কাদের উদ্যোগ গ্রহণের প্রয়োজন?

  1. শিল্প মালিকদের
  2. বণিক সভার
  3. সরকারের

2075. ইথিন কী জাতীয় পদার্থ?

  1. মৌলিক পদার্থ
  2. গ্যাসীয় পদার্থ
  3. তরল পদার্থ
  4. কঠিন পদার্থ

2076. রিমন ব্যবসায়ে অর্জিত মুনাফার ওপর নির্দিষ্ট হারে কর প্রদান করেন। রিমন কীভাবে ব্যবসায়ের নৈতিকতা অনুসরণ করছেন?

  1. জনকল্যাণে অবদান রেখে
  2. সততা বজায় রেখে
  3. ব্যবসায় আইন মেনে
  4. রাজস্ব প্রদান করে

2077. CSR – এর পূর্ণ বাক্য কী?

  1. Corporate Soc1al Respons1b1l1ty
  2. Corporate Soc1al Response
  3. Corporate and Soc1ety Respons1b1l1ty
  4. Corporate Soc1al Respons1ble

2078. ব্যবসায়ী হিসেবে মানসম্মত পণ্য সরবরাহ করা কোনটির বহিঃপ্রকাশ?

  1. দেশপ্রেম
  2. নৈতিকতা
  3. কৃত্রিম অভাব সৃষ্টি
  4. আদর্শ

2079. নিচের কোনটির কারণে মানুষ খাদ্যে ভেজাল মিশ্রণ করে থাকে?

  1. নৈতিকতার অভাব
  2. ব্যবসায় মূল্যবোধের অভাব
  3. জ্ঞানের অভাব
  4. দারিদ্র‌্যতা

2080. ব্যবসায় কীভাবে ভোক্তার প্রতি সামাজিক দায়িত্ব পালন করে?

  1. আর্থিক সহায়তা দান করে
  2. ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে
  3. সরকারের নিয়ম মেনে
  4. নিয়মিত কর প্রদান করে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline