ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ – এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 173

 

ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 173

1721. বই উৎপাদনে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল

  1. সুতা
  2. কালি
  3. বাঁশ ও নলখাগড়া
  4. কাগজ

1722. কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি দ্রব্যে রূপান্তর করতে যে ব্যয় হয় তাকে কোন ব্যয় বলে?

  1. উৎপাদন ব্যয়
  2. সেবা বিভাগের ব্যয়
  3. উৎপাদন বিভাগের ব্যয়
  4. প্রত্যক্ষ ব্যয়

1723. প্রত্যক্ষ শ্রমের আওতাভুক্ত করা হয় –

  1. কারখানার মেশিন চালক
  2. আসবাবপত্র তৈরির মিস্ত্রি
  3. গার্মেন্টসের সেলাইকর্মী

1724. কোন ব্যয় পণ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়?

  1. সময় ব্যয়
  2. প্রমাণ ব্যয়
  3. প্রকৃত ব্যয়
  4. মিশ্র ব্যয়

1725. ‘আসবাবপত্রের কাঠের মূল্য’ কোন ব্যয়ের উদাহরণ?

  1. মিশ্র ব্যয়
  2. স্থায়ী ব্যয়
  3. পরিবর্তনশীল ব্যয়
  4. পরোক্ষ ব্যয়

1726. কালীন ব্যয়সমূহ সংশ্লিষ্ট হিসাবকালের কোনটির সাথে সম্পৃক্ত?

  1. ব্যয়ের সাথে
  2. দায়ের সাথে
  3. সম্পদ অর্জনের সাথে
  4. আয় অর্জনের সাথে

1727. যে ব্যয় উৎপাদন হ্রাস-বৃদ্ধির কারণে পরিমাণে বাড়ে বা কমে না তাকে কোন ব্যয় বলে?

  1. পরিবর্তনশীল ব্যয়
  2. আধা পরিবর্তনশীল ব্যয়
  3. স্থায়ী ব্যয়
  4. পচনশীল ব্যয়

1728. মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়গুলো যোগ করলে কোন ব্যয় পাওয়া যায়?

  1. কারখানা ব্যয়
  2. উৎপাদন ব্যয়
  3. প্রশাসনিক ব্যয়
  4. ক ও খ উভয়ই

1729. কোন ব্যয় পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত না থেকে সরাসরি সময়ের সাথে যুক্ত থাকে?

  1. সুযোগ ব্যয়
  2. কালীন ব্যয়
  3. অতীত ব্যয়
  4. প্রকৃত ব্যয়

1730. পণ্যের নমুনা বিতরণ কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?

  1. প্রত্যক্ষ ব্যয়
  2. প্রশাসনিক উপরিব্যয়
  3. বিপণন ব্যয়
  4. কারখানা উপরিব্যয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline