ব্যয়-ও-ব্যয়ের-শ্রেণিবিভাগ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 173
1721. বই উৎপাদনে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল
- সুতা
- কালি
- বাঁশ ও নলখাগড়া
- কাগজ
1722. কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি দ্রব্যে রূপান্তর করতে যে ব্যয় হয় তাকে কোন ব্যয় বলে?
- উৎপাদন ব্যয়
- সেবা বিভাগের ব্যয়
- উৎপাদন বিভাগের ব্যয়
- প্রত্যক্ষ ব্যয়
1723. প্রত্যক্ষ শ্রমের আওতাভুক্ত করা হয় –
- কারখানার মেশিন চালক
- আসবাবপত্র তৈরির মিস্ত্রি
- গার্মেন্টসের সেলাইকর্মী
A,B,C
1724. কোন ব্যয় পণ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়?
- সময় ব্যয়
- প্রমাণ ব্যয়
- প্রকৃত ব্যয়
- মিশ্র ব্যয়
1725. ‘আসবাবপত্রের কাঠের মূল্য’ কোন ব্যয়ের উদাহরণ?
- মিশ্র ব্যয়
- স্থায়ী ব্যয়
- পরিবর্তনশীল ব্যয়
- পরোক্ষ ব্যয়
1726. কালীন ব্যয়সমূহ সংশ্লিষ্ট হিসাবকালের কোনটির সাথে সম্পৃক্ত?
- ব্যয়ের সাথে
- দায়ের সাথে
- সম্পদ অর্জনের সাথে
- আয় অর্জনের সাথে
1727. যে ব্যয় উৎপাদন হ্রাস-বৃদ্ধির কারণে পরিমাণে বাড়ে বা কমে না তাকে কোন ব্যয় বলে?
- পরিবর্তনশীল ব্যয়
- আধা পরিবর্তনশীল ব্যয়
- স্থায়ী ব্যয়
- পচনশীল ব্যয়
1728. মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়গুলো যোগ করলে কোন ব্যয় পাওয়া যায়?
- কারখানা ব্যয়
- উৎপাদন ব্যয়
- প্রশাসনিক ব্যয়
- ক ও খ উভয়ই
1729. কোন ব্যয় পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত না থেকে সরাসরি সময়ের সাথে যুক্ত থাকে?
- সুযোগ ব্যয়
- কালীন ব্যয়
- অতীত ব্যয়
- প্রকৃত ব্যয়
1730. পণ্যের নমুনা বিতরণ কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?
- প্রত্যক্ষ ব্যয়
- প্রশাসনিক উপরিব্যয়
- বিপণন ব্যয়
- কারখানা উপরিব্যয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।