যৌথমূলধনী-কোম্পানির-মূলধন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 125
1241. সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশের বিনিময়ে যে শেয়ার বিতরণ করা হয় তাকে কী বলে?
- বিলম্বিত শেয়ার
- রাইট শেয়ার
- বোনাস শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
1242. সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কারা মতামত প্রদান করতে পারে?
- সাধারণ শেয়ারহোল্ডার
- অগ্রাধিকার শেয়ারহোল্ডার
- সাধারণ ভোটার
- শেয়ার অবলেখক
1243. তলবকৃত মূলধনের যে অংশ শেয়ারহোল্ডারগণ পরিশোধ করে সেই পরিমাণ মূলধনকে কী বলা হয়?
- তলবী মূলধন
- আদায়কৃত মূলধন
- তলবকৃত মূলধন
- সংরক্ষিত মূলধন
1244. রাইট শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়?
- পরিচালকদের মধ্যে
- নতুন শেয়ারহোল্ডারদের মধ্যে
- পুরাতন শেয়ার মালিকদের মধ্যে
- কোম্পানির কর্মকর্তাদের মধ্যে
1245. বর্তমানে আধুনিক পদ্ধতিতে শেয়ার অবহারকে শেয়ার অবহার নামে কী করা হয়?
- ডেবিট
- ক্রেডিট
- অতিরিক্ত মূলধন
- আদায়কৃত মূলধন
1246. প্রাথমিক খরচ একটি –
- মুনাফা জাতীয় খরচ
- মুনাফা জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় খরচ
- সাধারণ খরচ
1247. বোনাস শেয়ার ইস্যু করা হয় কাকে?
- নতুন জনসাধারণকে
- বর্তমান শেয়ার মালিকগণকে
- উদ্যোক্তাকে
- অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে
1248. বাংলাদেশের কোম্পানি আইন কত সালে প্রণীত হয়?
- ১৯৯৫ সালে
- ১৯৯১ সালে
- ১৯৯৪ সালে
- ২০০১ সালে
1249. বোনাস শেয়ার ইস্যু করা হয় –
- নগদ লভ্যাংশের পরিবর্তে
- বর্তমান শেয়ার মালিকগণকে
- নতুন শেয়ার মালিকগণকে
A,B
1250. প্রাপ্ত সম্পদ বা সেবার ভবিষ্যৎ নগদ প্রবাহ বা বাট্টাকৃত বর্তমান মূল্যকেও কী�মূল্য হিসেবে গণনা করা যায়?
- গৌণ
- নগদ
- নির্ধারিত
- অনির্ধারিত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "যৌথমূলধনী-কোম্পানির-মূলধন - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 125"