ঈদের কয়েকটি আগে একটা নাম্বার থেকে ফোন আসে,
ফোন রিসিভ করলে অত্যন্ত ভদ্র আর অসহায় ভাষা শুনে অপ্রস্তুত হয়ে গেলাম..
অপর প্রান্ত থেকে ফোন কর্তা বলে ভাইয়া, আমি একটা ভুল করে ফেলেছি..
মানুষ মাত্রই ভুল, সহানুভুতির সুর টেনে জানতে চাইলাম কি হয়েছে,
বলল “ভাইয়া আমি ভুল করে আপনার নাম্বারে টাকা বিকাশ করে ফেলেছি!”
বললাম, ” ওকে আমি চেক করে দেখছি, দেখে আপনাকে ফোন দিচ্ছি”
চেক করে দেখলাম, আমার ব্যালেন্স আগের মতই আছে। ফোন দিয়ে বললাম, ” ভাই, সরি, আপনার নাম্বার থেকে কোন টাকা আসে নি আমার নাম্বারে।”
বলল-“ভাইয়া নেটওর্য়াকের কারণে অনেক সময় একটু দেরি হয়, আমি তো আপনার নাম্বারেই পাঠালাম, হঠাৎ করে জিজ্ঞেস করে “আপনার এখন ব্যালেন্স কত আছে?”
আমি বললাম, “150905”.
পরে ঔই লোকটি বলে,” আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বিকাশে অনেক সময় মেসেজ একটু পরে যায়.. আপনি একটু পর চেক করে দয়া করে বলবেন।”
আমি বললাম, “ঠিক আছে, আপনার ব্যালেন্স আসলে আমি পাঠিয়ে দিবো, আপনি টেনশন কইরেন না”
লোকটি ফোন কেটে দিলো।
ব্যালেন্স বলার পর মনে হল, ” ওকে ব্যালেন্স বলাটা কি ঠিক হয়েছে? যদি কোন ভাবে কোন দুর্নীতি করে..”
৩/৪ মিনিট পর বিকাশ থেকে একটা মেসেজ আসলো,Cash In Tk 15000.00 from XXX successful. Fee Tk 0.00.
Balance Tk 30905.54. TrxID 3489006673 at xxx.
আমি যেহেতু আমার আগের ব্যালেন্স বলেছি, তাই ব্যালেন্স চেক করলাম। চেক করে দেখি, আমার আগের ব্যালেন্স 15904.17,
এইবার হঠাৎ করে ওর কুবুদ্ধিটি বুঝতে পেরেছি।
ও, মুলত বাল্ক SMS এর মাধ্যমে মেসেজ পাঠিয়েছে। আমরা যেমন: ইশিখন.কম শিক্ষার্থীদের eshikhon দিয়ে যেকোন কোর্স আপডেট, ক্লাস শিডিউল, পেমেন্ট কনফার্মেশন পাঠাই, ও তেমনি বাল্ক SMS এর মাধ্যমে বিকাশের নাম ব্যবহার করে মেসেজ পাঠিয়েছে।
আর আমার বর্তমান ব্যালেন্স তো জেনেই গেলো, তাই ঔই ব্যালেন্স এর সাথে নতুন করে ব্যালেন্স যোগ করে পাঠিয়েছে।
যাই হোক, ওকে আবার ফোন দিলাম,”এইবার আরো নরম সুরে বললাম,”ভাইয়া, আপনার টাকা এই মাত্র আসছে, আপনি কোথায় আছেন।”
আমার অতি ভক্তিটির কারণে ও বুঝতে পেরেছে, আমি ব্যাপারটা ধরতে পেরেছি। সাথে সাথেই ফোন কেটে দিলো, আর রিসিভ করলনা..
আরেকটি সর্তকতা হলো
———
যারা ইকমার্স এ পণ ব্যবসা করছেন, অবশ্যই আপনারা যেকোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবেন। যারা পেমেন্ট গেটওয়ে ছাড়া ম্যানুয়াল লেনদেন করেন, আপনার অবশ্যই কেউ টাকা পাঠালে ব্যালেন্স চেক করে দেখবেন, আপনার আগের ব্যালেন্স এর সাথে যত টাকা পাঠিয়েছে, ওটা যুক্ত হয়েছে কিনা.. শুধু মেসেজ দেখে অর্ডার কনফার্ম করবেন না।
0 responses on "প্রযুক্তি ব্যবহার করে বিকাশের মাধ্যমে নতুন প্রতারণা ! সবাই সাবধান"