মনে রাখার কৌশল:
———
✿টেকনিক:
——
রুপি ও রুপিয়া….
রুপি শ্রীনে পাক ভারতের/রুপিয়া ইন্দো মালদ্বীপের।।।
ব্যাখ্যা:
রুপি ->শ্রীলংকা,নেপাল,পাকিস্তান ও ভারত…..
রুপিয়া ->ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম…
—–
✿টেকনিক: 2
—
কাস্পিয়ান সাগর – বিশ্বের বৃহত্তম হ্রদ।
—–
যার অবস্থান ছন্দ>> (আজাইরা ইরানে শিয়া নিয়ে তর্কের কাজ করি না) –
আজারবাইজান, ইরান, রাশিয়া,
তুর্কেমেনিস্তান, কাজাখিস্তান ( ৫ টি দেশে)।
—————
::বিভিন্ন সভ্যতার অবদান
—————
✿টেকনিক:-৩
——
টেকনিকঃ SBAC = কি প অঅদ স
S–>সুমেরীয় সভ্যতা = কিউনিফর্ম লিপি
B–>ব্যবীলনীয় সভ্যতা = পঞ্জিকা
A–>আসিরীয় সভ্যতা = অস্ত্র, অক্ষাংশ, দ্রাঘিমাংশ
C–>কালাডিয় সভ্যতা = সপ্তাহ
——–
✿টেকনিক:৪
—–
::বিখ্যাত প্রণালী সমূহঃ
————
১. পক- ( ভারত শ্রীলঙ্কাকে পোক দিলো ) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- ( আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং ) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-( মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- ( ফ্লোরিডা কিবা? ) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- ( আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে ) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- ( ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- ( উত্তর ও দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক
আরো পড়ুন:
0 responses on "মনে রাখার কৌশল - ২"