📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সহজে মনে রাখার টেকনিক -সংবিধান সংশোধন

সহজে মনে রাখার টেকনিক:

——-

সংবিধান সংশোধন:

——-✿

——-✿
বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে ১৬বার——

——-✿

——-✿

শেখ মুজিবুর রহমান = ৪ বার

মনে রাখার টেকনিক = “”যুদ্ধ জরুরী, সীমানার জন্য রাষ্ট্রপতি””

১) যুদ্ধ= যুদ্ধপরাধীদের বিচার।

২) জরুরী = জরুরী অবস্থা ঘোষনা যেটি শুধু রাষ্ট্রপতি কর্তৃক।

৩) সীমানার জন্য= বেরুবাড়ীকে ভারতকে হস্তান্তর।

৪) রাষ্ট্রপতি= একদলীয় রাজনীতী বাকশাল।

——-✿

——-✿

** জিয়াউর রহমান=১ বার

৫) সামরিক শাসনের বৈধতা।

——-✿

——-✿

** আবদুর সাত্তার =১ বার*

———-
৬) উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন।

——-✿

——-✿

** হুসাইন মোহাম্মদ এরশাদ= ৪বার

————–

মনে রাখার টেকনিক= “”বৈধ করল ইসলাম দুই নারী””

——

৭) বৈধ করল= নিজেকে অর্থাত্ সামরিক শাসন।

৮) ইসলাম= রাষ্ট্রধর্ম

৯) দুই= রাষ্ট্রপতি ২ মেয়াদে সীমাবদ্ধ রাখা।

১০) নারী= ৩০টি আসন মহিলা ১০বছরের জন্য সংরক্ষন।

——-✿

——-✿
** খালেদা জিয়া= ৪ বার

——-

মনে রাখার কৌশল= S.S.C

১১) S= সাহাবুদ্দীনের স্বপদে ফিরে যাবার বিধান।

১২) S= সংসদীয় শাসন ব্যবস্থা।

১৩) C= caretaker government।

১৪) মনে রাখার টেকনিক= “”৪৫টি ছবি তুললে কম অর্থ শপথ করছি ৩বৃদ্ধ””

* ৪৫= নারী আসন বৃদ্ধি ১০বছর।
* ছবি তুললে=সরকারীভাবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সংরক্ষণ ও প্রদর্শন।
* কম অর্থ= কমা ব্যবহার, অর্থবিল লেখার পর।
* শপথ= স্পীকার ব্যর্থ হলে প্রধান নিবার্চনার কমিশনার শপথ পাঠ করাবেন।
* ৩ বৃদ্ধ= প্রধান বিচারপতি বয়স ৬৫ থেকে ৬৭ তে, PSC CHAIRMAN ৬৫ তে, মহাহিসাব নিরীক্ষক ৬৫ বছরে উন্নীত করা ।

——-✿

——-✿
১৫) তত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি। (ব্যরিস্টার শফিক আহমেদ)

১৬) বিচারপতি অপসারন ব্যবস্থাপনা সংসদের নিয়ন্ত্রনে।(এ্যাডভোকেট আনিসুল হক)(১৭ সেপ্ট,২০১৪ উত্থাপন , পাস ২২ সে: ২০১৪)

আরো পড়ুন:

সংসদ ও সংবিধান

অপারেশন-বাংলাদেশ বিষয়াবলী (সংবিধান সংশোধন

বাংলাদেশ সংবিধান মনে রাখার কিছু শর্টকাট টেকনিক

   
   

0 responses on "সহজে মনে রাখার টেকনিক -সংবিধান সংশোধন"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved